প্রতিবেদন : এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত যোগ্যতা অর্জন পর্বে অভিযান শুরুর আগে হাতে মাত্র দুটো দিন। বু্ধবার যুবভারতীতে কম্বোডিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ সুনীল ছেত্রী, প্রীতম কোটালদের (Pritam Kotal)। এআইএফএফ জানিয়ে দিয়েছে, যুবভারতীতে ভারতের তিনটি ম্যাচে টিকিটের অভাব হবে না। কলকাতার ফুটবলপ্রেমীরা সুনীলদের জন্য গলা ফাটাতে তৈরি।
ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার জন্য উত্তেজনায় ফুটছেন ভারতীয় ফুটবল দলের দুই বাঙালি ফুটবলার প্রীতম কোটাল (Pritam Kotal) এবং শুভাশিস বসু। কয়েকদিন আগেই এএফসি কাপে মোহনবাগানের হয়ে যুবভারতীতে হাজার হাজার সমর্থকদের সামনে খেলেছিলেন। এবার দেশের জার্সিতেও একই সমর্থন পাওয়ার আশায় প্রীতমরা।
আরও পড়ুন: শচীনের গায়ে বল মারতে চেয়েছিলাম : শোয়েব
প্রীতমের কথায়, ‘‘সমর্থকদের সামনে খেলার সুযোগ পাওয়াটা আমাদের কাছে বিরাট সুবিধা। কোভিডের কারণে অনেকদিন আমরা সমর্থকদের সামনে খেলার সুযোগ পাইনি। তাই সবাইকে অনুরোধ করছি, আপনারা মাঠে আসুন, আমাদের সমর্থন করুন। আপনারাই আমাদের দ্বাদশ ব্যক্তি। আপনাদের সামনে আমরা সর্বস্ব দিয়ে খেলার চেষ্টা করব এবং নিজেদের সেরাটা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাব।’’
ইগর স্টিমাচের দলের আর এক ডিফেন্ডার শুভাশিস বলেন, ‘‘কলকাতা ভারতীয় ফুটবলের মক্কা। এখানে সমর্থকদের সামনে খেলার অনুভূতিই আলাদা। ক্লাবকে সমর্থন করতে ওঁরা মাঠে আসেন। এখন সবাই একসঙ্গে আসবেন দেশকে সমর্থন করতে। এশিয়ান কাপের মূলপর্বে উঠে সমর্থকদের আস্থার মর্যাদা রাখতে চাই।’’