শচীনের গায়ে বল মারতে চেয়েছিলাম : শোয়েব

Must read

নয়াদিল্লি: একটা সময় ছিল, ২২ গজে শচীন তেন্ডুলকর ও শোয়েব আখতারের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে থাকতেন ক্রিকেটপ্রেমীরা। শচীনের (Sachin Tendulkar) বিরুদ্ধে তেমনই একটি লড়াইয়ের কথা প্রকাশ্যে এনেছেন শোয়েব (Shoaib Akhtar)।

২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। সিরিজের শেষ টেস্টের আসর বসেছিল করাচিতে। শোয়েব কোনও রাখঢাক না করেই জানাচ্ছেন, ওই টেস্টে তাঁর একমাত্র লক্ষ্য ছিল শচীনের শরীরে বল দিয়ে আঘাত করা। প্রাক্তন পাক পেসারের (Shoaib Akhtar) স্মৃতিচারণ, ‘‘এই কথাটা আমি এর আগে কখনও বলিনি। ওই টেস্টে আমি ইচ্ছাকৃতভাবে শচীনের শরীরে বল দিয়ে আঘাত করতে চেয়েছিলাম। আমার লক্ষ্যই ছিল যেভাবেই হোক ওকে আহত করা। আমাদের ক্যাপ্টেন ইনজামাম উল হক আমাকে বারবার ফুল লেংথে বল করার কথা বলছিল। কিন্তু আমি তাতে কান না দিয়ে শর্টপিচ করে যাচ্ছিলাম।’’

আরও পড়ুন: নেইমারে নির্ভরশীল নয় ব্রাজিল : তিতে

শোয়েবের বক্তব্য, ‘‘একটা সময় শচীনের হেলমেটে বল লাগাতে পেরেছিলাম। মনে হয়েছিল, যাক লক্ষ্যপূরণ করতে পেরেছি। কিন্তু ভিডিও দেখার পর বুঝতে পারি, শচীন ঠিক সময়ে মাথা সরিয়ে নিয়েছিল।’’ তিনি আরও বলেন, ‘‘এর পরেও আমি শচীনের শরীরে বল লাগানোর চেষ্টা চালিয়ে গিয়েছিলাম। তবে অন্যপ্রান্তে ভারতীয় ব্যাটাররা মহম্মদ আসিফকে সামলাতে নাজেহাল হচ্ছিল। আসিফ সেদিন যা বল করেছিল, তেমন বোলিং আমি খুব কম বোলারকে করতে দেখেছি।’’

Latest article