অমিতাভ ব্রহ্ম, দোহা : ফুটবল-জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। সেরা তারকাদের পায়ের জাদু দেখতে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে ভিড় জমিয়েছেন প্রায় ১২ লক্ষ মানুষ। কিন্তু সবার অলক্ষ্যে মাথাচাড়া দিচ্ছে এক নতুন আতঙ্ক! মধ্যপ্রাচ্যে যা ‘ক্যামেল ফ্লু’ নামে পরিচিত। ২০১২ সালে সৌদি আরবে প্রথমবার এই জ্বরের সন্ধান পাওয়া গিয়েছিল। বিশ্বকাপের ভিড়ে সিঁদুরে মেঘ দেখছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) গবেষকরা। আশঙ্কা, এই ভিড়ে ক্যামেল ফ্লু-র (Camel Flu- Qatar) সংক্রমণ মহামারীর আকার নিতে পারে। যা কোভিড-১৯ থেকেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে! গবেষকরা জানাচ্ছেন, কাতার বিশ্বকাপ এই মহামারীর আঁতুড়ঘর হতেই পারে। কারণ ক্যামেল ফ্লু-র ভাইরাস মানুষ এবং পশু— সবার মধ্যেই সংক্রমণ ঘটায়। তাই কাতারে বিশ্বকাপ দেখতে আসা মানুষদের সতর্ক করা হয়েছে, তাঁরা যেন উটের সংস্পর্শে না আসেন। যদিও উটের সাফারি পর্যটকদের কাছে লোভনীয় বিনোদন। করোনার উপসর্গের মতো ক্যামেল ফ্লুতেও (Camel Flu- Qatar) জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের মতো লক্ষণ ধরা পড়ে। এমনকী নিউমোনিয়া, ডায়েরিয়া হওয়াও অস্বাভাবিক নয়। এই রোগে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৩৫ শতাংশ।
আরও পড়ুন-ড্র করেও ভেসে রইল জার্মানি