সংবাদদাতা, হাবড়া : গোবরডাঙা পুরসভাকে ডেঙ্গুমুক্ত শহর গড়ার লক্ষ্যে প্রত্যেক ওয়ার্ডে ফগ মেশিন দিয়ে স্প্রে এবং স্যানিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশার কথা, গোবরডাঙা শহরে ডেঙ্গু আক্রান্ত নেই বললেই চলে। তবুও মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে ও স্বাস্থ্য দফতরের নির্দেশে পঞ্চায়েত এবং পুর এলাকাকে ডেঙ্গুমুক্ত করার জন্য বিশেষ কার্যক্রম নেওয়া হয়েছে।
আরও পড়ুন-জঙ্গলমহল-কন্যার পদক জয়
শুক্রবার সকাল থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে নেমে পড়েছেন সাফাইকর্মীরা। সঙ্গে ফগ মেশিন। এডিস মশাকে ধ্বংস করার জন্য এই ধোঁয়া মেশিন দিয়ে স্প্রে করা হচ্ছে। মেশিনের মধ্যে ডেলফগ ও কিংফগ রাসায়নিক দিয়ে স্প্রে করার ফলে মশার উপদ্রব থেকে একদিকে যেমন রক্ষা করা হচ্ছে, অন্যদিকে মশাবাহিত রোগের হাত থেকেও নাগরিকেরা সুরক্ষিত থাকছেন। গোবরডাঙা পুরপ্রধান শঙ্কর দত্ত বলেন, আমাদের উদ্দেশ্যই হল গোবরডাঙাকে ডেঙ্গুমুক্ত শহর গড়া।