প্রতিবেদন : খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক চরম আকার নিয়েছে। কানাডার ৪১ জন কূটনীতিককে ১০ অক্টোবরের মধ্যে ভারত থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারত। এই সময়সীমার মধ্যে কানাডার কূটনীতিকরা দেশে না ফিরলে তাঁদের কূটনৈতিক রক্ষাকবচ তুলে নেওয়া হবে বলেও কড়া বার্তা দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। আর এই চাপে পড়ে এবার সুর নরম করল কানাডা। কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি জানান, দেশের কূটনৈতিক সংকট সমাধানের জন্য নয়াদিল্লির সঙ্গে ব্যক্তিগত আলোচনা চায় ট্রুডো প্রশাসন।
আরও পড়ুন-ঝাড়খণ্ড যাওয়ার পথে নিম্নচাপ ফের বাঁক খেয়ে ফিরে এসেছে বাংলায়
দুই দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতির মাঝে সুর নরম করে কানাডার বিদেশমন্ত্রী আরও জানান, আমরা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছি। কানাডার কূটনীতিকদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে এই আলোচনায় থাকব। কারণ আমরা মনে করি ব্যক্তিগত পর্যায়ে কূটনৈতিক আলোচনা হলে সেটাই সবচেয়ে ভাল। প্রসঙ্গত, খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যু নিয়ে গত ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগের পর দু’দেশের সম্পর্কে চিড় ধরে। ফলে কূটনৈতিক সংকট চরম আকার নেয়। এই ঘটনায় সরাসরি ভারতের এজেন্টদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে কানাডা। যদিও ভারতের তরফে কানাডার সব অভিযোগ খারিজ করা হয়েছে।
আরও পড়ুন-তালপাতার পুঁথিতে দেবীর সাধনামন্ত্র ভট্টাচার্য বাড়িতে
চাপানউতোরের মাঝে ভারতে থাকা ৪১ জন কানাডীয় কূটনীতিককে সরানোর নির্দেশ দেয় নয়াদিল্লি। ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন। অটোয়াতে ভারতের যে সংখ্যক কূটনীতিক রয়েছেন তার তুলনায় কানাডার তরফে কূটনীতিকের সংখ্যা অনেক বেশি বলে জানায় নয়াদিল্লি। এই পরিস্থিতিতে ভারত ৪১ জন কূটনীতিককে সরানোর নির্দেশ দিতেই সুর নরম কানাডার বিদেশমন্ত্রীর।