প্রতিবেদন : রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র পরীক্ষার পর মোট ৩১৬৪টি মনোনয়নপত্র বাতিল করার কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসে ৪৬১টি, বিজেপির ৯০৫টি, সিপিএমের ১০৪২টি, কংগ্রেসের ২৫২টি মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে, গ্রাম পঞ্চায়েতে ২৫৭৫টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।
আরও পড়ুন-শান্তি বজায় রাখতে বাগনানে সশস্ত্র পুলিশ বাহিনীর রুটমার্চ
পঞ্চায়েত সমিতিতে ৪৮৭টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। জেলা পরিষদে ১০২টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য জমা পড়া সব মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখার পরে মোট ২ লক্ষ ২৮ হাজার ১৫৮টি মনোনয়ন বৈধ বলে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে। এরমধ্যে জেলা পরিষদে চার হাজার ৮৩০টি, পঞ্চায়েত সমিতিতে ৩৪ হাজার ৮৬৬টি ও গ্রাম পঞ্চায়েত স্তরে এক লক্ষ ৮৮ হাজার ৪৬২টি মনোনয়ন জমা পড়েছে। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।