প্রতিবেদন : আজ রবিবার বড়দিন। তার আগে শিয়ালদহ মেন শাখার যাত্রীদের দুর্ভোগের বার্তা দিল পূর্ব রেল। জানানো হয়েছে, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ১০ ঘণ্টা নৈহাটি-হালিশহর আপ লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। মূলত লাইন মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত। যার জেরে বাতিল থাকবে ৩৪টি লোকাল ট্রেন। ফলস্বরূপ দুর্ভোগে পড়তে চলেছেন বহুযাত্রী। রেলের তরফে জানা গিয়েছে, শনিবার রাতে বাতিল থাকা লোকালগুলি হল—শিলায়দহ-কৃষ্ণনগর (আপ ৩১৮৪৩/ ডাউন ৩১৮৩৮), শিয়ালদহ-গেদে (আপ ৩১৯২৯/ ডাউন ৩১৯২৮), শিয়ালদহ-শান্তিপুর (আপ ৩১৫৩৯, ৩১৫৪১/ ডাউন ৩১৫৩৮, ৩১৫৪০), শিয়ালদহ-রানাঘাট (আপ ৩১৬২৯, ৩১৬৩১/ ডাউন ৩ ১৬৩৪, ৩১৬৩৬) কল্যাণী সীমান্ত-নৈহাটি (আপ ৩১১৯১)।
আরও পড়ুন-নন্দীগ্রামের ভেটুরিয়ায় আহত কর্মীদের দেখে কর্মসূচি ঘোষণা কুণাল ঘোষের
বড়দিনের সকালে বাতিল লোকালগুলি হল— শিয়ালদহ-কৃষ্ণনগর (আপ ৩১৮১১, ৩১৮১৫/ ডাউন ৩১৮১২, ৩১৮১৬), শিয়ালদহ-শান্তিপুর (আপ ৩১৫১১, ৩১৫১৩/ ডাউন ৩১৫১২, ৩১৫১৬), শিয়ালদহ-রানাঘাট (৩১৬১১, ৩১৬১৫/ ডাউন ৩১৬১৪, ৩১৬১৬), শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (আপ ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৫/ ডাউন ৩১৩১৪, ৩১৩১৬. ৩১৩১৮), নৈহাটি-কল্যাণী সীমান্ত (আপ ৩১১৯১)। পাশাপাশি আজ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (৩১৩৪১) লোকাল নৈহাটিতেই যাত্রা শেষ করবে। অর্থাৎ কল্যাণী সীমান্ত পর্যন্ত ট্রেনটি যাবে না। আগামী কাল, রবিবার ৩১৩১২ ডাউন ট্রেনটি কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি থেকে যাত্রা শুরু করবে।
আরও পড়ুন-রাজ্যকে নিশানা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে দিলীপ ঘোষ
শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (৩১৩১৭) লোকাল নৈহাটি পর্যন্ত যাবে। ৩০১২৮ কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল নৈহাটি থেকে ছাড়বে। একই দিনে বারাসত সেকশনে পুরনো একটি ফুটওভারব্রিজ ভেঙে ফেলার কাজ হবে। সেজন্য শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই শাখায় বিদ্যুৎসংযোগ বন্ধ থাকবে। যার জেরে বড়দিনে বাতিল করা হবে বারাসত-হাসনাবাদ (আপ ৩৩৩১৩/ ডাউন ৩৩৩১২) এবং বারাসত-বনগাঁ (আপ ৩৩৩৬১/ ডাউন ৩৩৩৬২)।