বর্ণময় উদ্বােধন হল নৈহাটি উৎসবের

আমরা মেলা খেলা করি। তাতে আমাদের মন ও হৃদয় ভাল আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভাল রেখেছেন।

Must read

সংবাদদাদাতা, নৈহাটি : আমরা মেলা খেলা করি। তাতে আমাদের মন ও হৃদয় ভাল আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভাল রেখেছেন। তাই নৈহাটির এই উৎসবে আমরা এসে আনন্দ করতে পারি। নৈহাটি অনেক পাল্টে গিয়েছে। ১১ বছর আগে এমনটা ছিল না। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্নয়ন চলছে। তার উপর বিশ্বাস রাখবেন। তাঁর হাত ধরে আগামী দিনে বাংলা দেশকে পথ দেখাবে। শনিবার সন্ধ্যায় ১১তম নৈহাটি উৎসব ২০২২-এর উদ্বোধনে এসে এমনই মন্তব্য করেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-নন্দীগ্রামের ভেটুরিয়ায় আহত কর্মীদের দেখে কর্মসূচি ঘোষণা কুণাল ঘোষের

এদিন নৈহাটি উৎসবের মঞ্চে ছিল চাঁদের হাট। ২৪ থেকে ৩১ ডিসেম্বর— এই ৮ দিন ধরে চলবে এই মেলা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন কলকাতার মেয়র ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ, বরানগরের বিধায়ক তাপস রায়, মন্ত্রী মলয় ঘটক, বারাকপুরের সাংসদ অর্জুন সিং, সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা, বিধায়ক মদন মিত্র, বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া-সহ অন্যরা।

আরও পড়ুন-রাজ্যকে নিশানা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে দিলীপ ঘোষ

এদিন শত্রুঘ্ন সিনহা মেলারা ভূয়সী প্রশংসা করে বাংলা ভাষায় সকলকে প্রণাম ও ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, দেশের প্রসিদ্ধ এবং কর্মযোগী নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মভূমি এটি। এখানে উৎসাহ, একতা ও শান্তি বিরাজ করছে যার নেতৃত্বে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সভ্যতা, বাংলার সংস্কৃতি দেশের কাছে নজির গড়েছে তার প্রমাণ নৈহাটি উৎসব। এই উৎসব বাংলার গর্ব। উৎসব প্রাঙ্গণে থাকছে আকর্ষণীয় স্টল, ফুডকোর্ট ও প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান।

Latest article