হাওড়ার পথশিশুরা আজ তারামণ্ডলে

সেই সঙ্গে পথশিশুরা পুরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ও আধিকারিকদের সঙ্গে দেদার আনন্দে মেতে উঠবেন। তাদের সঙ্গে থাকবে বিশেষ উপহার

Must read

সংবাদদাতা, হাওড়া : পথশিশুরাও অবহেলিত নয়। বড়দিনের আনন্দ এবার পথশিশুদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী-সহ অন্য আধিকারিকরা। রবিবার বড়দিন উপলক্ষে হাওড়া কর্পোরেশনের তরফে পথশিশুদের জন্য খুলে দেওয়া হবে সদ্য চালু হওয়া হাওড়া তারামণ্ডল। সকাল ১১টায় শহরের পথশিশুদের জন্য থ্রি-ডি তারামণ্ডলের বিশেষ প্রদর্শনী হবে। মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তীর সঙ্গে বসে তারামণ্ডলের শো দেখবে হাওড়া শহরের পথশিশুরা।

আরও পড়ুন-নন্দীগ্রামের ভেটুরিয়ায় আহত কর্মীদের দেখে কর্মসূচি ঘোষণা কুণাল ঘোষের

সেই সঙ্গে পথশিশুরা পুরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ও আধিকারিকদের সঙ্গে দেদার আনন্দে মেতে উঠবেন। তাদের সঙ্গে থাকবে বিশেষ উপহার। বড়দিনের সকালে সেই উপহার সরাসারি সান্টাক্লজের হাত থেকেই নিতে পারবে সহায়-সম্বলহীন ওইসব পথশিশুরা। শহরের প্রায় শতাধিক পথশিশু হাজির থাকবে হাওড়া কর্পোরেশনের বিশেষ ওই বড়দিন উদযাপন অনুষ্ঠানে। হাওড়ার মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘পথশিশুদের বড়দিনের মজা ও আনন্দ দিতেই আমাদের এই পরিকল্পনা। থ্রি-ডি তারামণ্ডলে বসে আকাশ দেখার পাশাপাশি বড়দিনের বিভিন্ন অনুষ্ঠানের শামিল হবে তারা। ওদের জন্য সান্টার তরফে থাকবে বিশেষ উপহারও। ওইসব পথশিশুরা আনন্দ ও মজা পেলেই আমাদের উদ্যোগ সার্থক হবে।’

Latest article