প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পুরনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার আগেই পছন্দের প্রার্থী চেয়ে পড়ল পোস্টার। পুরসভার ৬ নম্বর ওয়ার্ড এখন পোস্টারে ছয়লাপ। নীল সাদা রঙের সেই পোস্টারে লেখা, ‘ভবানীপুরে নিজের ওয়ার্ডের লোককেই চাই। পোস্টারের মাঝামাঝি দুটি পায়রার ছবি দিয়ে আরও লেখা রয়েছে ‘এলাকার অধিবাসীবৃন্দ।’ খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের এই পোস্টারকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক। পোস্টার প্রসঙ্গে খড়গপুর শহর বিজেপির মণ্ডল সভাপতি দীপসোনা ঘোষ বলেন, ওয়ার্ডের সাধারণ মানুষই ওই পোস্টার লাগিয়েছেন। তাঁরা বাইরের মানুষকে প্রার্থী হিসেবে দেখতে চান না।
আরও পড়ুন-বিদ্যাদেবীর আরাধনায় এগিয়ে বাংলা
সাধারণ মানুষের এই সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করে বিজেপিও। এছাড়া, আমার ব্যক্তিগত মত, ওয়ার্ডের কোনও বাসিন্দা প্রার্থী হলেই ভালো হয়।’ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এই কাজ করছে তৃণমূল কংগ্রেসেরই একাংশ। স্টিকারের নীল-সাদা রংই তার প্রমাণ।পোস্টার প্রসঙ্গে খড়গপুর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অসিত বসাক বলেন, ‘পোস্টার পড়েছে বলে আমি শুনেছি। তবে এর পিছনে তৃণমূল কংগ্রেসের কোনও ভূমিকাই নেই। এটা বিজেপি কর্মীদের কাজ। এই পোস্টার ওরাই লাগিয়েছে। কারণ, ওরা তো এখন দেউলিয়া হয়ে গিয়েছে। ওদেরই বিধায়ক তো দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছে।