পেনশন অ্যাকাউন্ট খোলা যাবে এবার বেসরকারি ব্যাঙ্কেও

নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুরসভার মধ্যে পেনশন প্রাপক রা চাইলে এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে পেনশন নেওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারি পেনশন প্রাপকদের জন্য সুখবর। এবার থেকে রাজ্য সরকারি এবং সরকার পরিচালিত সংস্থার কর্মী রা চাইলে বেসরকারি ব্যাঙ্কে ও পেনশন অ্যাকাউন্ট খুলতে পারবেন। পারিবারিক পেনশন প্রাপকরাও একই সুবিধা পাবেন। সম্প্রতি অর্থ দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুরসভার মধ্যে পেনশন প্রাপক রা চাইলে এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে পেনশন নেওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন।

আরও পড়ুন-প্রার্থী কোন্দল বিজেপিতে

এতদিন রাজ্য সরকার স্টেট ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক সহ ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পেনশন অ্যাকাউন্ট খোলার অনুমতি দিতে। এবার দুটি বেসরকারি ব্যাঙ্ক ও ওই তালিকায় অন্তর ভুক্ত হল। প্রসঙ্গত, কিছুদিন আগেই পেনশন এবং পারিবারিক পেনশন প্রাপকরা এটিএম অর্থাৎ ডেবিট কার্ডের মাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে পেনশন তুলতে পারবেন। এমনকী নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও পেনশন তুলতে পারবেন। করোনা পরিস্থিতিতে বয়স্কদের ব্যাঙ্কের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে পেনশন তুলতে হত। এতে তাঁদের করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা তৈরি হত। এই সমস্যা এড়াতে সরকার ব্যাঙ্কে না গিয়েও যাতে পেনশন তোলা যায় তার ব্যবস্থা করে।

Latest article