মেট্রোয় বাজবে গান

মেট্রো সুত্রে জানা গিয়েছে, এবার থেকে চলন্ত মেট্রোর কামরায় লাউড স্পিকারে গানও শুনতে পাবেন যাত্রীরা। খুব শিগগিরই এই পরিষেবা শুরু হতে চলেছে।

Must read

সরকারি এসি বাসে অনেক আগেই এই পরিষেবা চালু করেছিল রাজ্য পরিবহণ দফতর। এবার যাত্রীদের ক্লান্তি দূর করতে সেই রাস্তাতেই হাঁটার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেলও (Metro) । মেট্রো সুত্রে জানা গিয়েছে, এবার থেকে চলন্ত মেট্রোর কামরায় লাউড স্পিকারে গানও শুনতে পাবেন যাত্রীরা। খুব শিগগিরই এই পরিষেবা শুরু হতে চলেছে।

আরও পড়ুন-পেনশন অ্যাকাউন্ট খোলা যাবে এবার বেসরকারি ব্যাঙ্কেও

এতদিন মেট্রোর যাত্রীরা স্টেশন সংক্রান্ত ঘোষণা শুনতে পেতেন। করোনাকালে এর সঙ্গে যোগ হয় করোনা বিধি সংক্রান্ত সতর্কতা। এবার তার সঙ্গে যুক্ত হতে চলেছে গান। কর্তৃপক্ষের আশা, এর ফলে যাত্রীদের মেট্রো সফরের ক্লান্তি কিছুটা হলেও কাটবে।

Latest article