বঙ্গ

পরীক্ষার্থী, পরীক্ষকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা, আজ শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা

প্রতিবেদন : আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগেই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী লেখেন, আগামিকাল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ৭ লাখ ৯০ হাজার ছাত্রছাত্রী এবার পরীক্ষায় বসতে চলেছে বাংলা জুড়ে ছড়িয়ে থাকা ২৩৪১টি পরীক্ষাকেন্দ্রে। সমস্ত ছাত্রছাত্রীদের শুভকামনা জানাই। মাথা ঠান্ডা রেখে শান্ত মনে নিজের সাধ্যমতো পরীক্ষা দিন। পরীক্ষা খুব ভাল হোক সকলের। চলতি বছর ২৩৪১টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিচ্ছে প্রায় ৭ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী। তার মধ্যে ১৭৬টি কেন্দ্র স্পর্শকাতর। মালদা জেলায় প্রায় ৫৭টি কেন্দ্র স্পর্শকাতর বলে জানিয়েছেন সংসদ সভাপতি।

আরও পড়ুন-গত লোকসভা ভোটে ইভিএমে ধরা পড়ে ব্যাপক যান্ত্রিক ত্রুটি! প্রকাশ্যে আরটিআই রিপোর্ট

এদিকে এবারে পরীক্ষায় বেশ কিছু বিশেষ ব্যবস্থা নিয়েছে সংসদ। মাধ্যমিক পরীক্ষায় প্রায় ৩৬টি মোবাইল বাজেয়াপ্ত করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে উচ্চমাধ্যমিকেও যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তাই আগে থেকেই কড়া পদক্ষেপ নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এক বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানিয়েছে, পরীক্ষার হলে যেই মুহূর্তে কারওর কাছে মোবাইল ধরা পড়বে সেই মুহূর্তে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। ওই পরীক্ষার্থী এই বছর আর কোনও পরীক্ষাই দিতে পারবে না।
তবে শুধু পরীক্ষার্থীরাই নয়, পরীক্ষার হলে সেন্টার সেক্রেটারি, সেন্টার-ইন-চার্জ, ভেনু সুপারভাইজ়ার এবং কাউন্সিল নমিনিদের কেউই ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। সেক্ষেত্রে আধিকারিকদের ভেনু সুপারভাইজারের ঘরে ফোন জমা রাখতে হবে।

আরও পড়ুন-রফাসূত্র এখনও অধরা, ফের কৃষকদের দমাতে কাঁদানে গ্যাস

চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংবেদনশীল পরীক্ষাকেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়াও যাঁরা পরীক্ষার হলে নজরদারি করবেন, তাঁরাও কড়া নজর রাখবেন। এতে কোনও পরীক্ষার্থী যদি যন্ত্রকে ফাঁকি দিতে সমর্থ হয়েও যায়, কর্তব্যরত আধিকারিকের নজর এড়ানো যাবে না।
চলতি বছরের প্রশ্নপত্রে ইউনিক নম্বরের পাশাপাশি থাকবে বিশেষ বারকোড। তবে প্রশ্নপত্রের কোথায় থাকবে বারকোড সেই বিষয়টি প্রকাশ করতে চাননি সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদ সভাপতি জানান, সব প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর বা ক্রমিক সংখ্যা থাকবে। সেই নম্বর লিখতে হবে উত্তরপত্রে। পরীক্ষক খাতায় লেখা নম্বরের সঙ্গে প্রশ্নপত্র থাকা নম্বর মিলিয়ে দেখবেন। এরপর নির্ভুল হলে তাহলেই সেখানে সই করবেন তাঁরা। এর দরুন কোনও একটি প্রশ্নপত্র সম্পর্কে সংসদের কাছে পুরো তথ্য থাকবে। এছাড়াও, প্রতিটি ঘরে ২ জন করে গার্ড দেবেন। মূল গেটে ও ভেনু সুপারভাইজারের ঘরেও সিসিটিভি থাকবে।
ছাত্রদের শতকরা হার ৪৩.৪৮ এবং ছাত্রীদের ক্ষেত্রে শতকরা হার ৫৬.৫৩ শতাংশ। ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় ১ লক্ষ ৩ হাজার ৫৩ জন বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর। ০৩৩ ২৩৩৭ ০৭৯২ এই নম্বরে ফোন করে তাদের সমস্যা বলতে পারেন।

আরও পড়ুন-এনডিএতে যাবেন না, জানালেন পালানিস্বামী

মোবাইল ফোন
ব্লু টুথ
জলের বোতল
উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যালকুলেটর
লাউড স্পিকার ব্যবহার
স্মার্ট ওয়াচ

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

12 seconds ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

9 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

34 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago