মণীশ কীর্তনীয়া : দলের প্রতিষ্ঠাদিবসকে সামনে রেখে সল্টলেক পুরভোটে সংঘবদ্ধ হয়ে নির্বাচনে লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল নেতৃত্ব। বিধাননগরে উন্নয়নের নিরিখেই ভোট চাইবেন দলীয় প্রার্থীরা। জানালেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুজিত বোস। দলের প্রতিষ্ঠাদিবসকে সামনে রেখে বিধাননগর কর্পোরেশন নির্বাচনে বিধাননগরের জনসাধারণকে আবারও তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জেতানোর আবেদন করলেন তিনি।
আরও পড়ুন-বেঙ্গল সাফারিতে হেঁটেই দেখা মিলবে চিতাবাঘের
শনিবার ১ জানুয়ারি গোটা রাজ্যেই প্রতিটি ব্লকে পালিত হয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাদিবস। বাদ যায়নি সল্টলেকও। তবে বিধাননগরে এবারের প্রতিষ্ঠাদিবসের আলাদা তাৎপর্য রয়েছে। কারণ ২২ জানুয়ারির পুরভোট। স্বাভাবিকভাবেই দলের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান কার্যত হয়ে ওঠে নির্বাচনী সভা। সল্টলেক সিটি সেন্টারের সামনে দলের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন সল্টলেকের দলীয় প্রার্থীরা। সেখানেই ঐক্যবদ্ধভাবে পুর নির্বাচনে দলের জয়কে সুনিশ্চিত করার কথা বলেছেন বিধায়ক সুজিত বোস। বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ডের মধ্যে সল্টলেকে রয়েছে ১৪টি ওয়ার্ড। এবারে বেশ কিছু নতুন মুখ রয়েছে। কয়েকজনের ওয়ার্ড বদল হয়েছে।
আরও পড়ুন-দলের প্রতি নিষ্ঠা দেখেই বাছাই করা হবে প্রার্থী
যদিও পরপর নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতলেও কোনও অবস্থাতেই কোথাও ঢিলেমি দেওয়ার জায়গা নেই। জায়গা নেই অতিরিক্ত আত্মবিশ্বাসেরও। এই বার্তাই দিয়েছেন সুজিত। গত পাঁচ বছরের উন্নয়নকে প্রচারে তুলে আনবেন দলীয় প্রার্থীরা। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন বিধাননগর কর্পোরেশনের পুরবোর্ড বিধানগর জুড়ে যে কাজ করেছে তার ভিত্তিতেই ভোট চাইবেন তৃণমূল প্রার্থীরা। বছরভর বাসিন্দাদের সঙ্গে নিবিড় জনসংযোগ ও একাধিক পরিষেবা। সব মিলিয়ে বিধাননগরবাসীর মন জয় করা গিয়েছে বলেই আত্মবিশ্বাসী দল।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…