প্রতিবেদন : দেশের রাজনৈতিক জোট নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই ভারতের নির্বাচন কমিশনের। সাফ জানাল জাতীয় নির্বাচন কমিশন (INDIA-ECI)। এই ঘটনায় মুখ পুড়ল বিজেপির।
সম্প্রতি বিরোধী রাজনৈতিক দলগুলির সংক্ষিপ্ত নাম ‘আইএনডিআইএ’ (ইন্ডিয়া) ব্যবহারকে চ্যালেঞ্জ করে একটি আবেদনের জবাবে দিল্লি হাইকোর্টকে একথা জানিয়েছে নির্বাচন কমিশন (INDIA-ECI)। কমিশনের দাখিল করা হলফনামায় বলা হয়েছে, নির্বাচন কমিশন শুধুমাত্র জনগণের প্রতিনিধিত্ব আইন, ১৯৫১ এর অধীনে কোনও রাজনৈতিক দলের সংস্থা বা ব্যক্তিদের সংগঠন নিবন্ধন করার ক্ষমতা রাখে। প্রাসঙ্গিকভাবে, কমিশন এও বলেছে ‘রাজনৈতিক জোট’ জনপ্রতিনিধিত্ব আইন বা ভারতের সংবিধানের অধীনে নিয়ন্ত্রিত সত্তা হিসাবে স্বীকৃত নয়। হলফনামায় বলা হয়েছে, নির্বাচন কমিশনকে জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ এর ধারা ২৯এ-এর পরিপ্রেক্ষিতে একটি রাজনৈতিক দলের বা ব্যক্তিদের সমিতি নিবন্ধন করার ক্ষমতা দেওয়া হয়েছে। আর কোনও রাজনৈতিক জোট আইন বা সংবিধানের অধীনে নিয়ন্ত্রিত সত্তা হিসাবে স্বীকৃত নয়।মঙ্গলবার এই বিষয়ে হাইকোর্টে শুনানি হবে।
আরও পড়ুন- সিসোদিয়ার ধাক্কা, ইডির তলব কেজরিকে