রাহুল-জাদেজাকে নিয়ে গর্বিত অধিনায়ক

ম্যাচ শেষ করতে না পেরে হতাশ হার্দিক

Must read

মুম্বই: মাঠের বাইরে সবাইকে শান্ত করেছে রাহুল ও জাদেজা। মুম্বইতে প্রথম একদিনের ম্যাচ জিতে এভাবেই দুই সতীর্থকে প্রশংসায় ভরালেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি বলেছেন, ‘যেভাবে ওরা খেলেছে তাতে আমি গর্বিত’। ওয়াংখেড়েতে জিতে রোহিত শর্মার জায়গায় এই ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়ক আরও বলেছেন, ‘আট মাস পর একদিনের ক্রিকেট ফেরা জাদেজা যেভাবে খেলা উচিত ছিল, সেটাই করেছে। আমি নিজেও আমার ব্যাটিং-বোলিং নিয়ে সন্তুষ্ট। শুধু ম্যাচ ফিনিশ করে আসতে পারিনি এই যা! তবে তবে রাহুল আর জাদেজা এই ম্যাচে যেভাবে ব্যাট করল তাতে বাইরে সবাই শান্ত হয়ে গিয়েছিল।’

ইন্দোর ও আমেদাবাদ টেষ্টে বাইরে থাকার পর মুম্বইতে পাঁচে খেলেছেন রাহুল। ওপেন করেন ঈশান ও শুভমন। কিন্তু আগের ব্যর্থতা ঝেড়ে ফেলে এই ম্যাচে জাদেজাকে সঙ্গে নিয়ে ম্যাচ বের করে নেন রাহুল। একটা সময় ৮৩ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। কিন্তু সেখান থেকে ৯৬ বলে ৭৫ নট আউট থেকে ভারতকে পাঁচ উইকেটে জিতিয়ে দিয়েছেন বেঙ্গালুরুর তরুণ। মিচেল স্টার্ক কিন্তু একটা সময় ভারতকে চাপে ফেলে দিয়েছিলেন। এই চাপের কথা স্বীকার করে নেন হার্দিকও (Hardik Pandya)। তিনি বলেন, ‘ব্যাটিং ও বোলিং, দুটো ক্ষেত্রেই আমরা চাপে পড়েছিলাম। কিন্তু এই চাপ থেকে বেরোনোর রাস্তা খুঁজে বের করেছিলাম। তারপর একবার মোমেন্টাম পেয়ে যাওয়ার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি আমাদের।’

আরও পড়ুন: রাহুলের হয়ে ব্যাট ধরলেন শাস্ত্রীও

ম্যাচের সেরা জাদেজা বলেছেন, আট মাস পর একদিনের ক্রিকেটে নামা বেশ কঠিন ছিল। তিনি টেস্ট খেলে একদিনের ক্রিকেট ঢুকে পড়ায় নিজের খেলাকেও একটু অ্যাডজাস্ট করে নিতে হয়েছিল। ‘তবে এই উইকেটে একটু টার্ন পেয়েছি। আমি তাই ঠিক জায়গায় বল রাখতে চেয়েছিলাম। যাতে বাকিটা উইকেটই করে দিতে পারে।’

Latest article