সংবাদদাতা, দুর্গাপুর : কয়লা কারবারি রাজু ঝা হত্যাকাণ্ডের তদন্তে নাটকীয় মোড়। মঙ্গলবার গভীর রাতে কাঁকসার তপোবন সিটি এলাকার একটি ফ্ল্যাট থেকে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হল অভিজিৎ মন্ডল নামে এক ব্যক্তিকে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের হাতে গ্রেফতার হওয়া এই ব্যক্তি আর এক কয়লা মাফিয়া নারায়ণ খারকের গাড়ির চালক বলে পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে। রাজু ঝা খুনে টানা ১৮ দিন নিরবচ্ছিন্ন তদন্তের পর এই প্রথম একজন গ্রেফতার হলেন।
আরও পড়ুন-ষোলোআনা গেট উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিশেষ সূত্রের খবর, এই নারায়ণ খারকে একসময় রাজু ঝা-র ব্যবসায়িক পার্টনার ছিলেন। মঙ্গলবার রাতে অভিজিৎ মন্ডলের ফ্ল্যাটে অতর্কিতে হানা দিয়ে গ্রেফতার করা হয় তাকে। এই গ্রেফতারি সম্পর্কে তদন্তের স্বার্থে এখনই কোনও কথা বলতে চাননি তদন্তকারীরা। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলে বন্দি উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার আমন সিং-এর সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে খুনিরা অভিজিৎ মন্ডলকে ব্যবহার করেছিল বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। এক তদন্তকারী অফিসার এ প্রসঙ্গে বলেন, রাজু ঝা-র হত্যাকাণ্ডের জট ছাড়াতে গিয়ে এমন কিছু নাম উঠে আসছে যাদের কারও ব্যাপারেই সন্দেহের বিন্দুমাত্র কোন অবকাশ ছিল না। তাই ব্যবসায়ী থেকে সাংবাদিক কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখা হচ্ছে না। সিটের সদস্যরা সন্দেহভাজনদের একটি তালিকা তৈরি করেছে। শীঘ্রই জিজ্ঞাসাবাদ হবে।