সিআইডির জেরা বিজেপি বিধায়ককে

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির উৎস খুঁজতে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে বুধবার আবার জিজ্ঞাসাবাদ করল সিআইডি।

Must read

প্রতিবেদন : কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির উৎস খুঁজতে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে বুধবার আবার জিজ্ঞাসাবাদ করল সিআইডি। এদিন ভবানীভবনে ডেকে পাঠানো হয়েছিল দানাকে। এই নিয়ে দ্বিতীয়বার সিআইডি সদর দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হল বাঁকুড়ার বিজেপি বিধায়ককে। তাঁর মেয়ের নিয়োগের বিষয়ে প্রথমবারের বয়ানে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পাওয়ার কারণেই তাঁকে আরও একবার জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়েছিল বলে জানা গিয়েছে গোয়েন্দাসূত্রে।

আরও পড়ুন-রাজু ঝা খুনে দুর্গাপুর থেকে গ্রেফতার গাড়ির চালক

এর আগে গত অগাস্টে প্রথমবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন গেরুয়া বিধায়ক। বাড়িতে গিয়ে তাঁর মেয়েকেও জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদে মেলা তথ্য এদিন নীলাদ্রিশেখর দানার কাছ থেকে যাচাই করা হয়। গতবছর কল্যাণী এইমসে নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটর পদে যোগ দিয়েছিলেন বিধায়ক-কন্যা মৈত্রী দানা। এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিজেপিরই এক নেতা অভিযোগ করেছিলেন, বাঁকুড়ার বিজেপি সাংসদ কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকারের সুপারিশেই চাকরি পেয়েছেন মৈত্রী। ওই নেতা ছাড়াও মুর্শিদাবাদের এক চাকরিপ্রার্থীও একই অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন। এরই ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি।

Latest article