জোকা-তারাতলায় দ্বিগুণ মেট্রো

এর ফলে বেহালা এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। চার মাস আগে এই রুটে বাণিজ্যিক ভাবে পরিষেবা চালু করেছিল মেট্রো।

Must read

প্রতিবেদন: আগামী মে মাসের প্রথমদিন থেকে জোকা-তারাতলা রুটে ট্রেন পরিষেবা দ্বিগুণ করছে মেট্রোরেল। বুধবার মেট্রোরেলের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। যাত্রীদের চাহিদা মেনে এই নিয়ে বিস্তারিত সমীক্ষা চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এই ঘোষণা করেন। এর ফলে বেহালা এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। চার মাস আগে এই রুটে বাণিজ্যিক ভাবে পরিষেবা চালু করেছিল মেট্রো।

আরও পড়ুন-সিআইডির জেরা বিজেপি বিধায়ককে

এতদিন এই রুটে সারাদিনে আপ-ডাউন মিলিয়ে ১২টি করে ট্রেন চলত। মে মাস থেকে তার বদলে প্রতিদিন ১২টি আপ ও ১২টি ডাউন মিলিয়ে মোট ২৪টি করে ট্রেন চলবে। তবে এই পরিষেবা বাড়ানো হলেও শনি ও রবিবার আগের মতোই মেট্রো পরিষেবা বন্ধ থাকছে। ৬০ মিনিটের পরিবর্তে মে মাস থেকে যাত্রীরা ৪০ মিনিট অন্তর ট্রেন পাবেন। ১ মে জোকা থেকে প্রথম ট্রেনটি মিলবে সকাল আটটা বেজে ৫৫ মিনিটে, আর শেষ ট্রেনটি পাওয়া যাবে বিকেল চারটে বেজে ২০ মিনিটে। উল্টোদিকে তারাতলা থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ন’টা বেজে ২০ মিনিটে। আর শেষ ট্রেনটি ছাড়বে বিকেল চারটে ৪০ মিনিটে।

Latest article