প্রতিবেদন : ডুরান্ড ফাইনালের আগে মোহনবাগানের দু’টি ম্যাচে পেনাল্টি বিতর্কের রেশ এখনও কাটেনি। ডুরান্ড কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ জানিয়ে রবিবার ফাইনালে উন্নত রেফারিংয়ের দাবি জানিয়েছে ইস্টবেঙ্গল। ফাইনালে কি রেফারিং নিয়ে চিন্তায় আছে তারা? কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles cuadrat- Juan Ferrando) জানিয়েছেন, তিনি বিদেশি রেফারি নিয়োগের পক্ষে। তবে রেফারিংয়ের বিষয়টি তাঁর হাতে নেই।
কুয়াদ্রাত বলেছেন, ‘‘রেফারিদের নিয়োগ করা আমাদের হাতে নেই। আমরা কোচ হিসেবে নিজেদের কাজটা করার চেষ্টা করি। ওদের কাজ ম্যাচ নিয়ন্ত্রণে রাখা। তবে যদি কিছু বলতেই হয়, তাহলে বলব, এখানে অনেক ম্যাচেই বিদেশি রেফারিদের খেলাতে দেখেছি। বিদেশি রেফারি এলে এখানকার চাপের সঙ্গে সড়গড় থাকে না। ওরা এসে ম্যাচ খেলিয়ে চলে যায়। বিদেশি রেফারিরা খেলালে এখানকার রেফারিদের মান বাড়বে। দিনের শেষে ওরাও মানুষ। রেফারিদের অনেক চাপের মধ্যে খেলাতে হয়। এখন অনেক ক্যামেরা থাকে মাঠে। তাই ‘ভার’ প্রযুক্তি থাকলে ভাল হয়।’’
রেফারিং নিয়ে কোনও বিতর্কে যাননি মোহনবাগান কোচ। জুয়ান (Carles cuadrat- Juan Ferrando) বলেছেন, ‘‘রেফারিদের নিয়ে কথা বলে সময়, শক্তি নষ্ট করতে চাই না। বিদেশি রেফারি আনলেই সমস্যার সমাধান হবে এমনটা নয়। বরং ভারতীয় রেফারিদের আরও বেশি করে তুলে আনা দরকার। আরও বেশি অ্যাকাডেমি তৈরি করতে হবে। ভারতীয় রেফারিদের মান উন্নয়ন দরকার।’’