সেরা প্লেয়ার খেলুক সবথেকে বেশি ওভার, বিরাটকে তিনেই দেখতে চান সানি

Must read

মুম্বই, ২ সেপ্টেম্বর : বিশ্বকাপের আগে বিরাট কোহলির ব্যাটিং অর্ডার নিয়ে জোর চর্চা চলছে। চার নম্বর জায়গা ঈষৎ নড়বড়ে বলে কেউ কেউ তাঁকে সেখানে খেলানোর পরামর্শ দিচ্ছেন। কিন্তু এতে একেবারেই মত নেই সুনীল গাভাসকরের (Virat Kohli- Sunil Gavaskar)। তিনি মনে করেন, সেরা প্লেয়ারকে সবথেকে বেশি ওভার ব্যাট করার সুযোগ দিতে হবে। অতএব, বিরাট ব্যাট করতে আসুন তিন নম্বরেই।
অল্প কিছু ম্যাচ ছাড়া বিরাট একদিনের ম্যাচে তিনেই ব্যাট করেছেন। আর এই জায়গায় তিনি সবথেকে বেশি রান করেছেন। কে এল রাহুলের চোট ও সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসনের সুযোগ কাজে লাগাতে না পারা বিরাটের চারে নামার চর্চাকে উসকে দিয়েছে। কিন্তু চারে নেমে বিরাট ৩৯ ইনিংসে করেছেন ১৭৬৭ রান। গড় ৫৫.৩৩। তিনে নেমে তিনি অনেক বেশি রান করেছেন।
গাভাসকর বলেছেন, বিরাট (Virat Kohli- Sunil Gavaskar) যদি চারে ব্যাট করে, তাহলে সেটা দলের স্বার্থে করা হবে। তাঁর দাবি, তিনি দায়িত্বে থাকার সময় এটা নিয়ে ভেবেছিলেন। তৎকালীন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদের সঙ্গে কথাও হয়েছিল। কিন্তু এখন সানি মনে করেন, তিনেই বিরাট বেশি সফল। এই জায়গায় ৪৩-৪৪টি সেঞ্চুরি রয়েছে। তাহলে এই জায়গা থেকে বিরাট কেন সরে যাবেন? ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে চার নম্বর জায়গা নিয়ে চিন্তিত, সেটা রোহিত শর্মা স্পষ্ট করেছেন। এখন দেখার বিষয় শ্রেয়স আইয়ার এখানে টিকে যান কি না।

আরও পড়ুন- রেফারিং নিয়ে ভিন্ন মেরুতে দুই কোচ

Latest article