মা তোর একই অঙ্গে এত রূপ দেখিনি

মুখ্যমন্ত্রীর লেখা পুজোর গান বরাবরই সুপার হিট। বাংলা জুড়ে মণ্ডপগুলিতে সেগুলি শোনা যায়। শুক্রবার রেড রোডে কার্নিভালেও বাজল সেই গান

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর লেখা পুজোর গান বরাবরই সুপার হিট। বাংলা জুড়ে মণ্ডপগুলিতে সেগুলি শোনা যায়। শুক্রবার রেড রোডে কার্নিভালেও বাজল সেই গান। ছন্দে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। এদিন সুরুচি সংঘের থিম সং, যা লিখেছেন মুখ্যমন্ত্রী নিজেই, সেই গানের সঙ্গে পারফর্ম করলেন ১১ জন বিদেশিনী। আপ্লুত মুখ্যমন্ত্রী ছন্দে গেয়ে উঠলেন। মঞ্চে তখন মন্ত্রী অরূপ বিশ্বাস। গোটা রেড রোড জুড়ে বাজছে ‘মা তোর একই অঙ্গে এত রূপ’। গলা মেলাচ্ছেন হাজার হাজার মানুষ।

আরও পড়ুন-দিনের কবিতা

আবার দেখা গেল রামমোহন সম্মিলনীর পুজো কমিটির ‘দে দোল দোল’ গানের সঙ্গে বৈঠা হাতে সঙ্গত করছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে গোটা টলিউড নাচছে। সঙ্গে নাচছে আমজনতাও। এভাবেই কখনও চেতলা অগ্রণী, ত্রিধারা সম্মিলনী, দক্ষিণেশ্বর ডোমেস্টি এরিয়া, নাকতলা উদয়ন সংঘ, হাতিবাগান নবীন সংঘ একের পর এক পুজো কমিটির সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। জেগে উঠেছে তাঁর শিল্পীসত্ত্বা। গোটা চরাচর টেলিভিশনের পর্দায়, ডিজিটাল মিডিয়ায় অবাক হয়ে দেখছে বাংলাতেও এভাবে কার্নিভাল সম্ভব।

Latest article