অভিষেক-সহ ছ’জনের বিরুদ্ধে মিথ্যা মামলা, কুণালকে নোটিশ খোয়াই থানার

Must read

আগরতলা ও কলকাতা : এবার খোয়াই থানার মামলায় জেরার জন্য বাংলার তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে নোটিশ পাঠাল ত্রিপুরা পুলিশ। কাজে বাধা দেওয়ার মিথ্যা অভিযোগে সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ছয়জন নেতার বিরুদ্ধে মামলা করেছে খোয়াই থানার পুলিশ।

আরও পড়ুন :ত্রিপুরায় পুলিশকে বার্তা তৃণমূলের

সেই সূত্রেই নোটিশ। কুণাল জানিয়েছেন, তিনি নোটিশে সাড়া দিয়ে খোয়াই থানায় যাবেন। তবে পুলিশকে তিনি বলছেন গোটা প্রশ্নোত্তরপর্ব ভিডিও রেকর্ড করতে হবে। পাশাপাশি এই মামলা খারিজ করার আইনি লড়াইও চলবে। জানা গিয়েছে, কুণাল ২১ সেপ্টেম্বর খোয়াই থানায় যেতে পারেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের চোদ্দোজন নেতা-নেত্রীর উপর বিজেপির হামলার পর তাঁদেরই গ্রেফতার করে খোয়াই থানায় বেআইনিভাবে আটকে রেখেছিল খোয়াই থানা। গুরুতর জখম ছিলেন সুদীপ রাহা, জয়া দত্ত। তাঁদের ছাড়াতে ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, দোলা সেন, সুবল ভৌমিক, প্রকাশ দাসরা। তাঁরা পুলিশকে বলেন বেআইনিভাবে আটকে না রাখতে। তাঁরাই শান্তিপূর্ণভাবে ধৃতদের কোর্টে নিয়ে যেতে সহযোগিতা করেন। কোর্ট থেকেই জামিন হয়। অভিষেক আক্রান্ত যুবনেতাদের নিয়ে ফেরেন। ওইদিন বিজেপি যে তাণ্ডব ও ভাঙচুর করে, তার জন্য এখনও পর্যন্ত একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়নি পুলিশ।

আরও পড়ুন :বিজেপি সরকারের কীর্তি, সামান্য লেখার ভুলে গ্রেফতার দুই সাংবাদিক

পরে খোয়াই থানার ওসি নিজে থেকে একটি অভিযোগ দায়ের করেন অভিষেক-সহ ছ’জনের বিরুদ্ধে। মিথ্যা অভিযোগে তিনি বলেন, এঁরা নাকি সরকারি কাজে বাধা দিয়েছেন। এদিকে এই মামলার বিরুদ্ধে ত্রিপুরা হাইকোর্টে যান সুবল ভৌমিক। মামলা চলছে। আদালত বলেছে, পুলিশ এখন চার্জশিট দিতে পারবে না। কিন্তু এতেও পুলিশ থামছে না। হয়রানির উদ্দেশ্য নিয়ে তারা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাতে শুরু করছে। এই নোটিশই কুণাল ঘোষ পেয়েছেন। তিনি জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর মঙ্গলবার তিনি খোয়াই থানায় যেতে পারেন।

Latest article