কলকাতা : পরাজয় নিশ্চিত। নির্বাচনকে (election) রুখতে বিজেপির (BJP) ঘৃণ্য প্রয়াস। পাহাড়ে গণতন্ত্র (democracy) ফিরেছে। পুর নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ। রক্তপাতহীন ওই নির্বাচনে দার্জিলিং পুরসভার ক্ষমতায় এসেছে হামরো পার্টি। ওই ভোটে বিজেপি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তাই আগামী ২৬ জুন জিটিএ নির্বাচনকে রুখতে আদালতে গেল বিজেপি। স্থগিতাদেশ চেয়ে।
আরও পড়ুন-৯-০ তে জিতবে তৃণমূল
বৃহস্পতিবার কলকাতা হাটকোর্টে এই মামলা না শুনে রেগুলার বেঞ্চে ফেরত পাঠান বিচারপতি বিবেক চৌধুরি। তিনি জানান, আগামী ২১ জুন বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে বেশ কয়েকটি এই সংক্রান্ত মামলার শুনানি রেয়েছে। সেখানে বিষয়টি দেখা হবে। তারপরই নেওয়া হবে সিদ্ধান্ত। আসলে পরাজয় নিশ্চিত জেনে ভয় পেয়ে বিজেপি আদালতের দ্বারস্থ হচ্ছে।