বার্মিংহামে থাকবেন সৌরভরা

আইপিএলের জন্য আরও বড় উইন্ডো খোলা যায় কি না সেটাই হবে এই সফরের মুল লক্ষ্য। ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি-র সঙ্গে আলোচনা করবেন তাঁরা।

Must read

মুম্বই, ২ জুন : ২০২৩-এর বৃহত্তর আইপিএল নিয়ে কথা বলতে বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা বার্মিংহাম টেস্টের সময় সেখানে উপস্থিত থাকবেন। গত বছরের অসমাপ্ত সিরিজ শেষ করতে ১৬ জুন মুম্বই থেকে ইংল্যান্ড রওনা হবে ভারতীয় দল। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা ৩০ জুন ইংল্যান্ড পৌঁছবেন। পরদিন থেকে বার্মিংহাম টেস্ট শুরু হবে।

আরও পড়ুন-নির্বাচন আটকাতে মামলা

আইপিএলের জন্য আরও বড় উইন্ডো খোলা যায় কি না সেটাই হবে এই সফরের মুল লক্ষ্য। ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি-র সঙ্গে আলোচনা করবেন তাঁরা। এই সফরে রোহিত শর্মারা শুধু পাঁচটি টি-২০ সিরিজ ছাড়াও একটি টেস্ট ম্যাচ খেলবেন। সেটি হল আগের অসমাপ্ত সিরিজের পঞ্চম টেস্ট। ভারতের সামনে ১৫ বছর পর সিরিজ জেতার সুযোগ রয়েছে। সেই গৌরবের মুহূর্তের সাক্ষী হতে চান সবাই। বিসিসিআই ইতিমধ্যেই মেয়েদের আইপিএল করার ব্যাপারে অনেকদূর এগিয়েছে। সেই ব্যাপারে সৌরভরা ইসিবির সঙ্গে কথা বলবেন। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ইসিবির সঙ্গে বিসিসিআইয়ের সম্পর্ক বরাবরই ভাল। ফলে নানা বিষয়েই কথা হবে। বৃহত্তর আইপিএল নিয়ে ২০২২-এর ফাইনালের ফাঁকেও কিছুটা আলোচনা হয়েছ আইসিসি কর্তাদের সঙ্গে।

Latest article