মুখ্যমন্ত্রীর নির্দেশে জমির মিউটেশনে পুরুলিয়ায় শিবির

মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চে অভিযোগকারীদের উপস্থিত করে ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে সরব হয়েছিলেন পুরুলিয়ায়।

Must read

সংবাদদাতা পুরুলিয়া : মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চে অভিযোগকারীদের উপস্থিত করে ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে সরব হয়েছিলেন পুরুলিয়ায়। এবার ওই দফতর থেকে বেনিয়ম দূর করতে নড়েচড়ে বসল প্রশাসন। ঠিক হয়েছে আগামী সোমবার থেকে পঞ্চায়েতে শিবির করে জমির মিউটেশন করবে ভূমি দফতর। সঙ্গে থাকবেন সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য, প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য প্রমুখরা।

আরও পড়ুন-বার্মিংহামে থাকবেন সৌরভরা

শিবিরে নজর রাখবেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক প্রমুখ। মুখ্যমন্ত্রী গত সোমবার পুরুলিয়ায় জানিয়েছিলেন, ভূমি দফতরে জমির মিউটেশন ঘিরে দালালচক্র সক্রিয় রয়েছে। সেই অভিযোগের পর বলরামপুর ও হুড়া থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরপর জেলা প্রশাসন কঠোর হয় ভূমি দফতরের কাজ নিয়ে। বৃহস্পতিবার এ বিষয়ে একটি ভার্চুয়াল বৈঠক হয় জেলার সমস্ত বিএলআরও, এডিএম এলআর প্রমুখের সঙ্গে। সেখানেই শিবির করার সিদ্ধান্ত হয়। শিবিরগুলিতে বিডিওদের প্রতিনিধিরাও থাকবেন।

Latest article