মুখ্যমন্ত্রীর উদ্যোগ মালদহ মেডিক্যালে ইউক্রেনের পড়ুয়ারা ক্লাসে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ফেরত মালদহের ডাক্তারি পড়ুয়ারা নতুন করে পড়াশোনা করার সুযোগ পেলেন। মালদহের ২১ জন ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের প্রাক্টিক্যাল ক্লাস শুরু হয়েছে

Must read

সংবাদদাতা, মালদহ : মুখ্যমন্ত্রীর উদ্যোগে ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের ক্লাস শুরু মালদহ মেডিক্যাল কলেজে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ফেরত মালদহের ডাক্তারি পড়ুয়ারা নতুন করে পড়াশোনা করার সুযোগ পেলেন। মালদহের ২১ জন ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের প্রাক্টিক্যাল ক্লাস শুরু হয়েছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে জমির মিউটেশনে পুরুলিয়ায় শিবির

এই উদ্যোগের জন্য ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এবার থেকে নিয়মিত অনলাইনে থিওরি ক্লাস করার পাশাপাশি মালদহ মেডিক্যাল কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবেন ইউক্রেন ফেরত পড়ুয়ারা। এই ডাক্তারি পড়ুয়ারা তাঁদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন। অবশেষে ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের প্রাক্টিক্যাল ক্লাস করার সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার। ২১ জন ইউক্রেন ফেরত চিকিৎসক পড়ুয়াদের নিয়ে প্রাক্টিক্যাল ক্লাস শুরু হয়েছে। ছাত্রছাত্রীরাও খুশি।

Latest article