আজ প্রকাশিত মাধ্যমিকের ফল

Must read

প্রতিবেদন: আজ শুক্রবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার (Secondary Exam Result) ফলাফল প্রকাশিত হতে চলেছে। সেই সঙ্গে এদিনই ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণও জানিয়ে দেবে মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার (Secondary Exam Result) ফলাফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এ-বছর ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। পর্ষদ সূত্রে খবর, তার মধ্যে ১১ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা চলাকালীন একাধিক স্কুল দাবি করেছিল অনেক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড নিলেও পরীক্ষায় বসেননি। ফলে পরীক্ষার্থীর সংখ্যা এবার কিছুটা কমতে পারে। এদিনই ফল প্রকাশের পাশাপাশি মেধাতালিকাও প্রকাশ করা হবে বলেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেদিকে বিশেষভাবে নজর থাকবে সবারই। মেধাতালিকায় এবার কলকাতা না জেলা কোন দিকের পাল্লা ভারী থাকে সেটাই দেখার। সকাল দশটার পর থেকেই পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। সেই সঙ্গে এদিন স্কুল থেকেই সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা। ফলাফলের পাশাপাশি নজর থাকবে আগামী বছরের পরীক্ষার সূচির দিকেও। ২০২৩-এর মাধ্যমিকের সূচি অনুমোদনের জন্য স্কুলশিক্ষা দফতরে পাঠানো হয়েছে। সূচি অনুমোদিত হলেই তা শুক্রবার ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে জমির মিউটেশনে পুরুলিয়ায় শিবির

Latest article