প্রতিবেদন : দুর্নীতির অভিযোগ উঠল খোদ বিশেষ সিবিআই আদালতের বিচারকের বিরুদ্ধে। বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাঁকে সাসপেন্ড করলেন হাইকোর্টের বিচারপতি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানার পঞ্চকুলায়।
আরও পড়ুন-হারমনি
বেশ কিছুদিন ধরেই পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতের বিচারক সুধীর পারমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল। বিষয়টি নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল হরিয়ানায়। বিচারক সুধীরের বিরুদ্ধে অভিযোগ উঠে, তিনি টাকার বিনিময়ে রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দিয়েছেন। তবে শুধু বিচারক সুধীর নন এই ঘটনায় তাঁর আত্মীয়রাও জড়িত। একাধিক অভিযোগের ভিত্তিতে ১৮ এপ্রিল সুধীরের বাড়িতে হানা দেয় হরিয়ানা পুলিশের দুর্নীতি দমন শাখা। বিচারকের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কয়েকজন ব্যবসায়ীকেও। এই জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সুধীরকে সাসপেন্ড করে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট।
আরও পড়ুন-কেন্দ্রের কাছে ১০০ দিনের কাজের বকেয়া, টাকা পেতে আবেদন সংগ্রহে মন্ত্রীর শিবির
উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাসে সুধীর পারমার বিশেষ সিবিআই আদালতের বিচারক হিসাবে নিযুক্ত হন। তাঁর কার্যকাল শেষ হওয়ার কথা ২০২৪ সালের নভেম্বর মাসে। সুধীর সাসপেন্ড হওয়ায় পঞ্চকুলার ওই বিশেষ সিবিআই আদালতের দায়িত্ব সামলাবেন বিচারক রাজীব গোয়েল। তাৎপর্যপূর্ণভাবে সুধীর পারমার বিচারক থাকাকালীন বেশ কিছু হাই প্রোফাইল মামলার শুনানির দায়িত্ব সামলেছেন। যার মধ্যে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার বিরুদ্ধে ওঠা জমি দুর্নীতির মামলা।