সিবিআইয়ের এফআইআরে নাম থাকা নারদায় টাকা নেওয়া ‘রেজিস্টার্ড চোর’ শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে অমিত শাহ রাজ্যের শাসক দলকে তোপ দাগলেও তাঁর শো গতকাল ছিল সুপার ফ্লপ। বহিরাগতদের এনে ভিড় দেখানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বঙ্গ-বিজেপি। ২১ জুলাই তৃণমূলের মঞ্চের পিছনে যে লোক থাকে, বিজেপির সামগ্রিক জমায়েতেও সেটুকু ছিল না। এই ফ্লপ শোয়ের ব্যর্থতা ঢাকতেই আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে সিবিআই অভিযান (CBI Operation)। কলকাতা, নিউটাউন-সহ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। আজ সকাল থেকে যাঁদের বাড়িতে সিবিআই আধিকারিকরেয়া গিয়েছেন তাঁরা সকলেই তৃণমূলের নেতা বা জনপ্রতিনিধি। যা দেখে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, বুধবারে ধর্মতলায় শাহের সভা সফল করতে না পারার ব্যর্থতা ঢাকতেই সিবিআইয়ের এই তৎপরতা।
আরও পড়ুন-বিজেপির মিছিলে এসে বিজেপির কর্মীদের ভরসা ‘মা ক্যান্টিন’
এদিন তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারীরা। এদিকে সিবিআই (CBI Operation) হানা দেয় বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও। এই দুই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশির খবরের মধ্যেই জানা যায়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেও হানা দিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা। ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ির পাশাপাশি জেলায় মোট চার জায়গায় সিবিআই তল্লাশি শুরু করেছে। একইসঙ্গে মুর্শিদাবাদের বড়ঞার কুলিতে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী ঝন্টু শেখের বাড়িতেও তল্লাশি অভিযান চলছে।