প্রয়াত আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব নোবেলজয়ী কিসিংগার

Must read

প্রয়াত হলেন নোবেলজয়ী মার্কিন কূটনীতিক হেনরি কিসিংগার (Henry Kissinger)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। বুধবার তাঁর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। মার্কিন বিদেশ নীতিতেও তাঁর অবদান অনস্বীকার্য। পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কারও। সূত্রের খবর, এদিন নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে নোবেলজয়ীর ফার্মের তরফে বুধবার হেনরি কিসিংগারের মৃত্যুর খবর জানানো হলেও, কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন-৬ ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

হেনরি কিসিংগারই (Henry Kissinger) একমাত্র কূটনীতিবিদ যিনি প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সময়কালে মার্কিন বিদেশনীতি তৈরিতে কাজ করেছিলেন। একইসঙ্গে তিনিই একমাত্র ব্যক্তি, যিনি একই সময়কালে হোয়াইট হাউসের স্টেট সেক্রেটারি ও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর ছিলেন। পাশাপাশি প্যারিস শান্তি চুক্তি, ভিয়েতনাম চুক্তি স্বাক্ষরে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হেনরি কিসিংগার জার্মানিতে জন্মগ্রহণ করলেও, ১৯৩৮ সালে তাঁর পরিবার আমেরিকায় চলে আসে। ১৯৪৩ সালে তিনি মার্কিন নাগরিকত্ব পান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ইউরোপীয় সেনার সদস্য হয়ে লড়েছিলেন। এরপর হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি হাভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিশ্ব।

Latest article