৬ ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নবান্ন সূত্রে খবর, ৮ ডিসেম্বর কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদান করবেন। ১০ ডিসেম্বর জলপাইগুড়ি জেলার বানারহাটে পাট্টা বিতরণ করবেন।

Must read

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা যাচ্ছে, আগামী ৬ ডিসেম্বর বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়ে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তিনি সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে অংশ নেবেন বলেই খবর। মুখ্যমন্ত্রীর সফরকালে উত্তরবঙ্গে একটি বিজনেস সামিটের আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন-বিজেপির মিছিলে এসে বিজেপির কর্মীদের ভরসা ‘‌মা ক্যান্টিন’‌

নবান্ন সূত্রে খবর, ৮ ডিসেম্বর কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদান করবেন। ১০ ডিসেম্বর জলপাইগুড়ি জেলার বানারহাটে পাট্টা বিতরণ করবেন। ৭ ডিসেম্বর উত্তরবঙ্গের আট জেলাকে নিয়ে একটি বিজনেস সামিট অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গে। আজ, বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলার জেলাশাসকদের নিয়ে নবান্নে বৈঠক করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আইটি হাব করার জন্য আইটি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা আইপিএস রাজীব কুমারকে একটি খসড়া তৈরী করার নির্দেশ দেন। বিজিবিএস-এ উত্তরবঙ্গে আইটি হাব গড়ার প্রসঙ্গ একাধিকবার ওঠে। শিল্পপতিদের আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। তবে লোকসভা ভোটের আগে এই সফরের যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য আছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

 

Latest article