প্রতিবেদন : আজকের দিনে অনেকের বাড়িতেই দু’চাকা ও চার চাকার গাড়ি আছে। কিন্তু কারও বাড়িতে হেলিকপ্টার (Helicopter) থাকার কথা তেমন একটা শোনা যায় না। কিন্তু এবার বাড়িতেই হেলিকপ্টার থাকার কথা জানা গেল। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ সিবিআইয়ের (CBI)। দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক জালিয়াতির তদন্তে অভিযুক্ত অবিনাশ ভোঁসলের (Avinash Bhosale) বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। কিন্তু তাদের জন্য যে এমন চমক অপেক্ষা করছে সেটা সংস্থার দুঁদে অফিসাররাও ভাবতে পারেননি। অভিযুক্ত অবিনাশের বাড়িতে পাওয়া গেল আস্ত হেলিকপ্টার! তাও যে সে কপ্টার নয়, বিতর্কিত অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার। দিওয়ান হাউসিং ফিন্যান্স লিমিটেডের (ডিএইচএফএল) ৩৪ হাজার কোটি টাকার জালিয়াতি মামলায় অভিযুক্ত ব্যবসায়ী অবিনাশ ভোঁসলে (Avinash Bhosale)। এদিন তাঁর পুণের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সেখান থেকে এই কপ্টার বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ব্যবসায়ীর বাড়ির মধ্যে একটি সুবিশাল বিলাসবহুল ঘরে কপ্টারটি রাখা ছিল।

