কুন্তল ঘোষের চিঠি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করে সুপ্রিম কোর্ট। কিন্তু এবার সেই নির্দেশে পিছু হঠল সিবিআই। সোমবার সিবিআইয়ের তরফে পাঠানো চিঠি সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত কার্যকর করতে হবে না বলে জানানো হয়েছে। সোমবার অভিষেককে সিবিআইয়ের তলব সংক্রান্ত যাবতী বিভ্রান্তির অবসান হল।
আরও পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটল বিজেপি-শাসিত রাজ্য ত্রিপুরা
সোমবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করে সিবিআই। মঙ্গলবার সকালে তাঁকে নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়। সুপ্রিম কোর্ট তার আগেই হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে।সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কী ভাবে অভিষেককে তলব করল সিবিআই এই নিয়ে প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন-হাসপাতালে ভর্তি তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী
সিবিআইয়ের তলবের চিঠি টুইট করে অভিষেক জানান, মঙ্গলবার কোনও মতেই সিবিআইয়ের সামনে হাজিরা দেবেন না তিনি। বরং সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন। যদিও সিবিআইয়ের তরফে যদিও এই নিয়ে সোমবার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওদিকে তৃণমূলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে অভিষেককে পরিকল্পিতভাবে হেনস্থা করছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন-নবান্নে বৈঠক সেরে তপসিয়ার মসজিদে গেলেন মুখ্যমন্ত্রী, দিলেন সম্প্রীতির বার্তা
আজ মঙ্গলবার সকালে অভিষেককে আরও একটি চিঠি পাঠায় সিবিআই। তাতে বলা হয়, সুপ্রিম কোর্ট নতুন কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবারের নোটিশ কার্যকর হবে না। রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা অভিষেকের মামলাটির পরবর্তী শুনানি ২৪ এপ্রিল।