প্রতিবেদন : রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়ার (Air India-Vistara) বেসরকারীকরণ আগেই করেছে কেন্দ্রের মোদি সরকার। এবার দেশের অন্যতম বড় এই বিমান সংস্থার সঙ্গে জুড়তে চলেছে আর এক বেসরকারি বিমান সংস্থা ভিস্তারা। এবিষয়ে সবুজ সংকেত দিয়েছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই এই পদক্ষেপ দেশের উড়ানের ইতিহাসের অন্যতম বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মনে করা হচ্ছে, এই সিদ্ধান্তের জেরে এক ধাক্কায় অনেকখানি ভাড়া বাড়বে এয়ার ইন্ডিয়ার।
আরও পড়ুন- এক দেশ, এক নির্বাচন তড়িঘড়ি চাপিয়ে দিতে কমিটি গঠন কেন্দ্রের
এই সংযুক্তিকরণের কথা তুলে ধরে সিসিআইয়ের তরফে জানানো হয়, টাটার মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সঙ্গে হাত মেলাচ্ছে ভিস্তারা (Air India-Vistara)। বর্তমানে ভিস্তারা সংস্থার ৫১ শতাংশ শেয়ার রয়েছে টাটাদের হাতে। বাকি ৮৯ শতাংশের অংশীদার সিঙ্গাপুর এয়ারলাইন্স। ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া মিশে যাওয়ার অর্থ সিঙ্গাপুরের হাতে থাকবে ২৫.১ শতাংশ। এই সংযুক্তিকরণের ফলে বিপুল বিনিয়োগ হতে পারে বলেও মনে করা হচ্ছে। ভিস্তারার সিইও বিনোদ কান্নান এর আগে জানিয়েছিলেন, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থার উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। এই সংযুক্তিকরণে ভিস্তারার থেকে সাধারণ মানুষ যা প্রত্যাশা করেন, সেই পরিষেবাই পাবেন। উল্লেখ্য, চলতি বছর এপ্রিল মাসেই সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে টাটার সংস্থার গাঁটছড়া বাঁধার অনুমতি চেয়ে সিসিআইয়ের কাছে আবেদন জানানো হয়েছিল। অবশেষে মিলল সেই অনুমতি। যদিও এই পদক্ষেপের জেরে বিশেষজ্ঞ মহলের অনুমান, দুই বিমান সংস্থা গাঁটছড়া বাঁধার জেরে ভিস্তারের সঙ্গে তাল মিলিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান ভাড়া বাড়তে পারে অনেকটাই।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…