ভিস্তারার সঙ্গে জুড়তে চলেছে এয়ার ইন্ডিয়া, মিলল সবুজ সংকেত

Must read

প্রতিবেদন : রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়ার (Air India-Vistara) বেসরকারীকরণ আগেই করেছে কেন্দ্রের মোদি সরকার। এবার দেশের অন্যতম বড় এই বিমান সংস্থার সঙ্গে জুড়তে চলেছে আর এক বেসরকারি বিমান সংস্থা ভিস্তারা। এবিষয়ে সবুজ সংকেত দিয়েছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই এই পদক্ষেপ দেশের উড়ানের ইতিহাসের অন্যতম বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মনে করা হচ্ছে, এই সিদ্ধান্তের জেরে এক ধাক্কায় অনেকখানি ভাড়া বাড়বে এয়ার ইন্ডিয়ার।

আরও পড়ুন- এক দেশ, এক নির্বাচন তড়িঘড়ি চাপিয়ে দিতে কমিটি গঠন কেন্দ্রের

এই সংযুক্তিকরণের কথা তুলে ধরে সিসিআইয়ের তরফে জানানো হয়, টাটার মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সঙ্গে হাত মেলাচ্ছে ভিস্তারা (Air India-Vistara)। বর্তমানে ভিস্তারা সংস্থার ৫১ শতাংশ শেয়ার রয়েছে টাটাদের হাতে। বাকি ৮৯ শতাংশের অংশীদার সিঙ্গাপুর এয়ারলাইন্স। ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া মিশে যাওয়ার অর্থ সিঙ্গাপুরের হাতে থাকবে ২৫.১ শতাংশ। এই সংযুক্তিকরণের ফলে বিপুল বিনিয়োগ হতে পারে বলেও মনে করা হচ্ছে। ভিস্তারার সিইও বিনোদ কান্নান এর আগে জানিয়েছিলেন, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থার উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। এই সংযুক্তিকরণে ভিস্তারার থেকে সাধারণ মানুষ যা প্রত্যাশা করেন, সেই পরিষেবাই পাবেন। উল্লেখ্য, চলতি বছর এপ্রিল মাসেই সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে টাটার সংস্থার গাঁটছড়া বাঁধার অনুমতি চেয়ে সিসিআইয়ের কাছে আবেদন জানানো হয়েছিল। অবশেষে মিলল সেই অনুমতি। যদিও এই পদক্ষেপের জেরে বিশেষজ্ঞ মহলের অনুমান, দুই বিমান সংস্থা গাঁটছড়া বাঁধার জেরে ভিস্তারের সঙ্গে তাল মিলিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান ভাড়া বাড়তে পারে অনেকটাই।

Latest article