নজরদারি বাড়াতে দেশের ৭৫৬ রেলস্টেশনে সিসিটিভি

যাত্রী সুরক্ষা ও নজরদারি বাড়াতে দেশের মোট ৭৫৬টি রেলস্টেশনকে পুরোপুরি সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে চলেছে রেলমন্ত্রক।

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : যাত্রী সুরক্ষা ও নজরদারি বাড়াতে দেশের মোট ৭৫৬টি রেলস্টেশনকে পুরোপুরি সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে চলেছে রেলমন্ত্রক। তার মধ্যে বাংলার ২২৩টির বেশি স্টেশনকে রাখা হবে বলে খবর। রেলমন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়েছে। ভারতীয় রেলের ‘নির্ভয়া’ তহবিল থেকে খরচ করা হবে এই টাকা। স্টেশনে প্রবেশ ও নির্গমন, টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, প্লাটফর্ম, ফুট ওভারব্রিজগুলি থাকবে সিসিটিভির নজরদারির আওতায়। ওয়াকিবহাল মহল মনে করছে, এর পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সম্প্রতি অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে দেশজোড়া যে বিক্ষোভ হয়েছে, তাতে সরকারি সম্পত্তি নষ্টের তালিকার শীর্ষে রয়েছে রেল। যে কোনও ঘটনাতেই বিক্ষোভের আগুনে প্রথম ক্ষতিগ্রস্ত হয় রেলস্টেশন। এবার সিসিটিভি নজরদারির ঘটনায় সেই সব ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে পদক্ষেপ করতে চায় কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন-থানে পুরসভার ক্ষমতা হারালেন উদ্ধব

রেলমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দেশের চিহ্নিত করা ৭৫৬টি রেলস্টেশনকে ‘নির্ভয়া’ স্টেশন হিসেবে আগেই ঘোষণা করা হয়েছিল। সেগুলিতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজটি করবে রেলমন্ত্রকের অধীন মিনিরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা রেলটেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, রেলে দ্রুত নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সে নির্মাণ হোক, সুরক্ষার বিষয় হোক, সাইবার নিরাপত্তা হোক অথবা কোনও প্রতিষ্ঠান হোক। স্টেশনে বসানো সিসিটিভি ক্যামেরার মনিটর থাকবে স্থানীয় আরপিএফ পোস্ট এবং জোনাল কেন্দ্রীয় কার্যালয়ে। তার সঙ্গে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের ব্যবহার করা হবে।

আরও পড়ুন-মানবাধিকার লঙ্ঘন

দাগি আসামীদের চিহ্নিত করতে ব্যবহার করা হবে ফেসিয়াল রিকগনিশন সফটওয়ারও। ক্যামেরা, সার্ভার, ইউপিএস এবং সুইচের ওপর নজরদারি চালাবে নির্ধারিত কর্তৃপক্ষ। প্রতিটি রেলস্টেশনে যাতে সবচেয়ে বেশি অংশের ওপর নজরদারি করা যায়, তার জন্য চার রকমের আইপি ক্যামেরা বসানো হবে। সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিও ৩০ দিন পর্যন্ত মজুত থাকবে বলে জানিয়েছে রেলমন্ত্রক। ২০২৩ সালের জানুয়ারির মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাংলার বিভিন্ন লাইনের ২২৩টি স্টেশন থাকছে এই তালিকায়। বেলুরমঠ, ব্যান্ডেল, রানিগঞ্জ, পানাগড়, বোলপুর, চন্দননগর, চুঁচুড়া, ডানকুনি, কাটোয়া, মেমারি, নবদ্বীপ, শক্তিগড়, সিঙ্গুর, তারকেশ্বর, বারাসত, বারুইপুর, ব্যারাকপুর, বসিরহাট, বেলঘরিয়া, দক্ষিণেশ্বর, দমদম ক্যান্টনমেন্ট, যাদবপুর, টালিগঞ্জের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলি এবার আসতে চলেছে সিসিটিভি নজদারির আওতায়।

Latest article