ধোনি ফিরলে সেলিব্রেশন

Must read

দুবাই, ১৬ অক্টোবর : কোভিড আবহে খুব বড় সেলিব্রেশন হবে না। আবার অধিনায়ককে বাদ দিয়ে আইপিএল জয়ের সেলিব্রেশন করার ইচ্ছেও নেই চেন্নাই সুপার কিংসের। মহেন্দ্র সিং ধোনি এখন ভারতীয় দলের মেন্টরের দায়িত্বে। সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন বলে দিলেন, ধোনি দেশে ফেরার পরই তাঁরা আইপিএল জয়ে ছোট মাপের এক সেলিব্রেশনের আয়োজন করবেন।

আরও পড়ুন-উদয়নের হয়ে প্রচারে ফিরহাদ

শুক্রবার দুবাইয়ে কেকেআরকে ২৭ রানে হারিয়ে চতুর্থবার অইপিএল জিতেছে সিএসকে। কিন্তু ট্রফি জেতা দলের সঙ্গে দেশে ফেরা হচ্ছে না ধোনির। তাঁকে ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব দিয়েছে বিসিসিআই। আরব আমিরশাহি ও ওমানে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যা শুরু হচ্ছে আজ, রবিবার। সিএসকে সিএও কাশী বিশ্বনাথন স্পষ্ট বলেছেন, ‘‘আমরা আমাদের অধিনায়কের দেশে ফেরার জন্য অপেক্ষা করব। আমরা খুশি মনেই এই অপেক্ষা করব, কারণ ধোনিকে ছাড়া সেলিব্রেশন সম্ভব নয়। এমএস ইতিমধ্যেই সিএসকে-র দায়িত্ব ছেড়ে ভারতীয় দলের মেন্টরের দায়িত্বে ঢুকে পড়েছে। টি-২০ বিশ্বকাপের পর ধোনি দেশে ফিরলে একটা ছোট সেলিব্রেশন হবে।”

আরও পড়ুন-উদয়নের হয়ে প্রচারে ফিরহাদ

এদিকে, সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন, তাঁর কাছে ২০১৮-র আইপিএল জয় অনেক বেশি স্মরণীয়। ভীষণ আবেগের ব্যাপার ছিল ওটা। তবে এই জয়ও কিছু কম নয় বলে জানিয়েছেন তিনি। দলে সিনিয়রদের আধিক্য নিয়ে টুর্নামেন্টের আগে অনেক কথা হয়েছিল। লোকে তাঁদের ‘ড্যাডস আর্মি’ বলে ডেকেছে। অনেকেই তাঁদের ধর্তব্যের মধ্যে রাখেননি। বিশেষ করে গতবার দল সবার আগে ছিটকে গিয়ে সপ্তম স্থান পাওয়ায়। এরপর সিএসকে-র ওপর ভরসা কমেছিল অনেকের।
পরের আইপিএলে আরও দুটি দল বেড়ে মোট দলের সংখ্যা হবে দশ। ফ্লেমিং বলেছেন, এতে ক’জন প্লেয়ারকে তাঁরা ধরে রাখতে পারবেন, তা তিনি জানেন না। তবে ফ্লেমিংয়ের দাবি, সিএসকে-র প্লেয়ার ধরে রাখার একটা ইতিহাস আছে। তিনি দেখতে চান সামনের ক’টা মাসে ঘটনা কোনদিকে গড়ায়।

Latest article