কেন্দ্র–ট্যুইটার সংঘাত তুঙ্গে

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে ট্যুইটারের সংঘাত তুঙ্গে উঠল। এবার মোদি সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ট্যুইটার

Must read

প্রতিবেদন : কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে ট্যুইটারের সংঘাত তুঙ্গে উঠল। এবার মোদি সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ট্যুইটার। উল্লেখ্য, সম্প্রতি ভারত সরকার ট্যুইটারে বেশ কিছু কনটেন্ট ব্লক করার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশকে ঘিরে শুরু হয়েছে দু’পক্ষের লড়াই। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ট্যুইটার কর্তৃপক্ষ কেন্দ্রের এই কনটেন্ট ব্লক করার বিষয়টি বিচারবিভাগীয় পর্যালোচনার দাবি জানিয়েছে। ট্যুইটারের এই পদক্ষেপ থেকেই এটা স্পষ্ট যে ভারত সরকারের সঙ্গে ট্যুইটারের কর্তৃপক্ষের মতবিরোধ কোন জায়গায় পৌঁছেছে।

আরও পড়ুন-সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ

মোদি সরকার গত একবছরে ট্যুইটার কর্তৃপক্ষকে একাধিক অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেয়। যার মধ্যে রয়েছে কৃষক আন্দোলন সমর্থনকারীদের অ্যাকাউন্ট, স্বাধীন শিখ রাজ্যের সমর্থনকারীদের অ্যাকাউন্ট, করোনা অতিমারির পর্যায়ে কেন্দ্রের ব্যর্থতা তুলে ধরা অ্যাকাউন্টগুলি। এমনকী, জুন মাসের শেষ দিকে ট্যুইটার কর্তৃপক্ষকে রীতিমতো হুমকি দিয়ে কেন্দ্র জানায়, সরকারের নির্দেশ মেনে চলতে হবে। ট্যুইটার কর্তৃপক্ষ কোনওভাবেই ভারতের তথ্যপ্রযুক্তি আইন উপেক্ষা করতে পারে না। আইন অমান্য করে যদি এমন কিছু আপলোড করা হয় যা ভারতের নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী তাহলে সরকার যে কোনও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকেই বন্ধ করে দিতে পারে।

Latest article