মধ্যযুগীয় জায়গা থেকে শিক্ষাকে দেখছে কেন্দ্র

এমনকী বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটেও শিক্ষা নিয়ে কোনও দিশা দেখা যায়নি।

Must read

প্রতিবেদন : শিক্ষা নিয়ে ওদের (কেন্দ্র সরকার) কোনও উৎসাহ নেই। একটা মধ্যযুগীয় জায়গা থেকে শিক্ষা ব্যবস্থাকে দেখা হচ্ছে। বৃহস্পতিবার কেন্দ্রের দিশাহীন অন্তর্বর্তী বাজেট পেশের পর কেন্দ্রকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মোদি সরকারকে নিশানা করে মন্ত্রী বলেন, শিক্ষা নিয়ে ওদের কোনও উৎসাহ নেই। শিক্ষা ব্যবস্থায় ওরা গৈরিকীকরণ করতে চায়। বিজ্ঞানমনস্কতাকে আক্রমণ করতে চায়। ধর্মীয় গোঁড়ামির প্রতিষ্ঠা চায়। শিক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে যুক্তি, তার সঙ্গে জড়িয়ে রয়েছে বিজ্ঞান, বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে রয়েছে কলা। এটা সার্বিক দৃষ্টিভঙ্গির ব্যাপার, সেটা দুর্ভাগ্যবশত আমাদের কেন্দ্রীয় সরকারের নেই। একটা মধ্যযুগীয় জায়গা থেকে শিক্ষাকে দেখা হচ্ছে। সর্বস্তরে এর প্রতিবাদ করতে হবে। সামগ্রিকভাবে শিক্ষায় ব্যয়-বরাদ্দ বাড়েনি। শিক্ষাখাতে বেশ কিছু বছর ধরেই বরাদ্দ কমিয়েছে বিজেপি সরকার।

আরও পড়ুন-ফাজলামির রেল বরাদ্দ, বাংলা বঞ্চিতই

এমনকী বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটেও শিক্ষা নিয়ে কোনও দিশা দেখা যায়নি। এই নিয়েই প্রধানমন্ত্রী সহ কেন্দ্রকে একহাত নিয়েছেন মন্ত্রী ব্রাত্য বসু। এদিন এক্স হ্যান্ডেলেও শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলে লেখেন, প্রধানমন্ত্রী কি আদৌ দেশের শিক্ষা ব্যবস্থার সংকট সম্পর্কে অবগত? বিদ্যালয়ে শিক্ষার খাতে চলতি ২০২৩-২৪ অর্থবর্ষে বরাদ্দ কিছুই বাড়ানো হয়নি। অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা মৌলিক পাঠ্য পড়তে, দ্বিতীয় শ্রেণির পড়ুয়ারা অঙ্ক করার জন্য রীতিমতো সমস্যায় পড়ে। এবং এখনও, আপনার সাহস আছে অন্যদের নিয়ে অনুতাপ করার? লজ্জাজনক।

Latest article