প্রতিবেদন : ডেঙ্গি নিয়ে তথ্য গোপনের অভিযোগ পুরোপুরি নস্যাৎ করে দিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। পাল্টা তথ্য দিয়ে স্বাস্থ্য অধিকর্তা বলেন, কেন্দ্রের তোলা অভিযোগ ঠিক নয়। শুধু ডেঙ্গি কেন, রাজ্য সরকার কোনও রোগের তথ্যই গোপন করে না। স্বাস্থ্য অধিকর্তা জানান, জেলার স্বাস্থ্য বিভাগের সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক করে স্বাস্থ্য ভবন তথ্য সংগ্রহ করে। তারপর সেই তথ্য পাঠানো হয় দিল্লিতে।
আরও পড়ুন-ইন্সপেক্টর নলিনীকান্ত
দেশের অন্য কোনও রাজ্য এভাবে কেন্দ্রের কাছে তথ্য পাঠায় না দাবি করেন তিনি। বিভিন্ন সময়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ডেঙ্গির তথ্য গোপনের অভিযোগ তুলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তথ্য গোপনের অভিযোগ তুলে সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে চিঠিও লিখেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁর এই অভিযোগ যে কতটা মিথ্যে এবং উদ্দেশ্যপ্রণোদিত স্বাস্থ্য ভবনের জবাবেই তা স্পষ্ট। ডেঙ্গির বিরুদ্ধে রাজ্য সরকারের আপসহীন লড়াইতে আসলে গেরুয়া শিবির প্রতিবন্ধকতার সৃষ্টি করছে বলে সাধারণ মানুষের অভিমত।