ইন্সপেক্টর নলিনীকান্ত

শুধু এই প্রজন্ম নয়, ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে ধীরে ধীরে সিরিজে মজছেন সব বয়সি দর্শক। কারণ আর কিছুই নয়, বৈচিত্র্য। ধারাবাহিকের সীমাবদ্ধতাই ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা ইদানীং আরও বাড়িয়ে তুলছে। আর ওটিটি-র অন্যতম প্রিয় বিষয় হল রহস্য-রোমাঞ্চ-থ্রিলার। ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’ তেমনই এক নতুন সিরিজ। বিস্তারিত জানাচ্ছেন প্রীতিকণা পালরায়

Must read

 

সেইসব দিনের স্মৃতি ক্রমশ ফিকে হচ্ছে যখন সদলবলে সিনেমা যাওয়া হত। মানুষ এরপর মজেছিল টেলিভিশনে। সময়ের সঙ্গে বিনোদনের ঘাটতি সেখানেও। নতুন একটি মাধ্যম অচিরেই তৈরি হয়েছিল, ‘ওভার দ্য টপ’, অর্থাৎ ওটিটি। সময়ের দাবিই বিবর্তনকে তরান্বিত করে এ নির্জলা সত্যি। আর সেই সত্যিকে জবরদস্ত মান্যতা দিয়েছিল ‘কোভিড-কাল’। বাধ্যতামূলক বাড়িবন্দি মানুষ খুব অভ্যস্ত হয়ে উঠল ওটিটি-তে। আবিষ্কার করল, ‘বাড়তি বিনোদন’। আর কে না জানে এই ‘বাড়তি’র দিকে ঝোঁকা মানুষের সহজাত প্রবৃত্তি! এর পর যেন ঢল নেমেছে ওটিটি মাধ্যমগুলোয়। কে কতটা ইউনিক আইডিয়া, ওরিজিনাল গল্প বলতে পারে, তার প্রতিযোগিতা শুরু হল। প্রথম প্রথম দূরত্ব বজায় রাখলেও এক এক করে নামী-দামি তারকরাও পা মেলালেন। ফলত প্রিয় তারকাদের দেখার লোভেও মানুষের মনে বাসা বাঁধল এই মাধ্যম। রজতাভ দত্ত। তেমনই এক নাম। যাঁর অভিনয় মানুষ দেখতে ভালবাসেন। সিনেমার গুটিকয় বিধিবদ্ধ দৃশ্যে তাঁকে দেখে মন ভরে না। ‘ক্লিক’ প্ল্যাটফর্মে একটি গোটা রহস্য-রোমাঞ্চ সিরিজে তাঁকে দেখা যাবে এবার নাম-ভূমিকায়। সৌমিক চট্টোপাধ্যায় পরিচালিত ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’ সিরিজে ‘নলিনীকান্ত’ হয়েছেন রজতাভ। এক মার্ডার কেসের রহস্য উন্মোচন করবেন তিনি। এর আগে পরিচালক দেবেশ চট্টোপাধ্যায়ের ‘নাটকের মত’ ছবিতে দর্শক তাঁকে দেখেছেন। হত্যাকাণ্ডের জটিলতা না থাকলেও অভিনেতা রজতাভ কোন স্তরের তার সঙ্গে পরিচয় হয়ে আছে তাই। কোনও সন্দেহ নেই এই সিরিজেও রজতাভ দত্তকে মন ভরে দেখবেন তাঁর গুণগ্রাহীরা।

আরও পড়ুন-নোটবন্দি ব্যর্থ

‘ইন্সপেক্টর নলিনীকান্ত’র গল্প রহস্য ও রোমাঞ্চ-কেন্দ্রিক হলেও এতে আছে প্রেম। আর সে প্রেম আরও জমাট বাঁধে পরকীয়ার ছোঁয়ায়। খ্যাতনামা কসমেটিক সার্জেন ডাঃ আদিত্য সেন ও তাঁর স্ত্রী শর্মিলার পনেরোতম বছরের বিবাহবার্ষিকী অনুষ্ঠানে এসেছেন আদিত্যের বন্ধু শেখর। পেশায় যিনি প্রতিষ্ঠিত উকিল। বিবাহের বার্ষিকী উদযাপন করলেও আসলে যে বিবাহের ভিত নড়ে গিয়েছিল তা টের পেয়ে যান এই শেখরই। কারণ অনুষ্ঠানের মধ্যেই আদিত্যর মোবাইলে বারবার ফোন আসতে থাকে নিশার। নিশা আদিত্যর পেশেন্ট। এটা লক্ষ্য করে শর্মিলা। স্বামীর সঙ্গে এ নিয়ে বচসাও হয়। কারণ বেশ কিছুদিন ধরেই স্বামীর এই ‘পরকীয়া’র আন্দাজ পাচ্ছিল সে। পার্টিতে বাকিরা বুঝতে না পারলেও সবটাই জানতে পারেন শেখর।

আরও পড়ুন-কর্মসংস্থানেই পাখির চোখ : চন্দ্রিমা

খুনটা হয় এরপর। এক সেমিনারে যোগদানের উদ্দেশ্যে আদিত্যর মুম্বই যাওয়ার কথা। পরিকল্পনামাফিক শর্মিলাকে খুন করে সেটা ডাকাতির রূপ দিয়ে মুম্বই চলে যান আদিত্য। পার্টনার-ইন-ক্রাইম নিশা। দুজনে মিলেই নিজেদের পথের কাঁটাকে দূরে সরিয়ে দেয় তারা। কিন্তু পরিকল্পনা ও টাইমিং এতটাই নিখুঁত যে, যে কেউ দেখে একে নিছক ডাকাতি ও ডাকাতি করতে এসে খুন, এমনটাই ভাববে। এই খুনের তদন্তের দায়ভার বর্তায় ক্রাইম ব্রাঞ্চ অফিসার ইন্সপেক্টর নলিনী কুণ্ডুর ওপর। সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট মুস্তাক। আদিত্যের আচরণ ও ব্যবহারে সন্দেহ হলেও উপযুক্ত প্রমাণ হাতে পাচ্ছিলেন না নলিনীকান্ত। দুজনের বুদ্ধির টক্কর চলে। আর ঠিক এই সময় আদিত্য জানতে পারে শর্মিলা মারা যায়নি। কোমায় আছে। পায়ের নিচ থেকে মাটি সরে যায় তার। গল্পে মোচড় এলেও শেষ রক্ষা হয় না। কারণ শেষ অবধি শর্মিলাকে বাঁচানো যায় না। নলিনীকে কিছু বলার আগেই মৃত্যু হয় তার।

আরও পড়ুন-ডেঙ্গির মধ্যেই নয়া আতঙ্ক আরএস ভাইরাস

নলিনী কি বুঝতে পারবে আসল খুনি কে? পারবে কি আদিত্যকে ধরতে? নাকি একটা ‘পারফেক্ট মার্ডার’ করে আদিত্য পারবে নিজেকে বাঁচিয়ে নিতে? টানটান থ্রিলার ট্রিটমেন্টে পুরোটা বেঁধেছেন সৌমিক। টিজার পোস্টার, টিজার ভিডিও দেখেই চমক লেগেছিল। এরপর ট্রেলার লঞ্চ হতেই আরও নড়েচড়ে বসেছেন সকলে কারণ ট্রেলারের পরতে পরতে হাড়-হিম-করা একের পর এক ঘটনা। যে শেখর অ্যানিভার্সারি পার্টিতেই সবটা বুঝেছিল, গল্পে তার ভূমিকাই বা কী? হত্যাকাণ্ডে তারও কি কোনও ভূমিকা আছে? সব উত্তর পাওয়া যাবে সিরিজটি রিলিজ হলে। তবে তার আগে এতখানি গল্প দর্শকদের বলে দিয়েও আত্মবিশ্বাসী সৌমিক। কারণ থ্রিলারের ট্র্যডিশনাল ট্রিটমেন্টে গেছেন তিনি ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’তে। দেখার আগেই দর্শক জেনে যাচ্ছেন গল্প! কে খুন করল, কীভাবে খুন করল। খেলাটা পরের ধাপে। কীভাবে খুনি ধরা পড়ল! সেই জার্নিই পরিচালক দেখিয়েছেন রুদ্ধশ্বাসভাবে। দাম্পত্য, প্রেম, পরকীয়া, খুন, রহস্য, রহস্য উন্মোচন, সব মিলিয়ে ওটিটি সিরিজে দর্শক যা যা বিনোদন চান, সবই মজুত ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’তে।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় নতুন প্ল্যাটফর্ম ক্যু অ্যাপে যুক্ত হলেন মুখ্যমন্ত্রী

সিরিজটির প্রযোজনায় আছে আর্কাডিয়া এন্টারটেইনমেন্ট। রজতাভ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সুব্রত দত্ত, রূপসা চট্টোপাধ্যায়, মিশকা হালিম, চন্দক চৌধুরি, গৌতম সরকার। পরিচালনার পাশাপাশি সিরিজের কাহিনি লেখাতেও হাত দিয়েছিলেন সৌমিক, সঙ্গে ছিলেন অয়ন ভট্টাচার্য। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুদ্র। ক্যামেরায় আছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়।

Latest article