নোটবন্দি ব্যর্থ

আসলে রিজার্ভ ব্যাঙ্ক ৫০০ টাকার জাল নোটের ১০২ শতাংশ বৃদ্ধি এবং ২০০০ টাকার জাল নোটের ৫৪ শতাংশ বৃদ্ধি শনাক্ত করে৷

Must read

প্রতিবেদন : মোদি সরকারের নোটবন্দির সিদ্ধান্তের চড়া সুরে সমালোচনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্তমানে রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা ড. অমিত মিত্র। তাঁর মতে, কালো টাকা বাতিল করে মোদির দুর্নীতি দূর করার দাবি সম্পূর্ণ ব্যর্থ।

আরও পড়ুন-কর্মসংস্থানেই পাখির চোখ : চন্দ্রিমা

জরুরি পরিসংখ্যান দিয়ে ব্যর্থতার ছবি তুলে ধরে তিনি বলেন, ৬ বছর আগে নোট বাতিল করা হয় কালো টাকা শেষ করতে।কিন্তু রাজধানী দিল্লিতেই ৪০-৫০ শতাংশ সম্পত্তির লেনদেন হয় নগদে অর্থাৎ কালো টাকায়। আসলে রিজার্ভ ব্যাঙ্ক ৫০০ টাকার জাল নোটের ১০২ শতাংশ বৃদ্ধি এবং ২০০০ টাকার জাল নোটের ৫৪ শতাংশ বৃদ্ধি শনাক্ত করে৷ এ বিষয়ে প্রধানমন্ত্রীর জবাবও চান ড. মিত্র। বলেন, মোদি সরকারের দাবি ছিল, নোটবন্দির ফলে বাজারে নগদের পরিমাণ কমবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে শেষ ৬ বছরে নগদের পরিমাণ ৭২ শতাংশ বেড়েছে। নোটবন্দি মামলায় হলফনামা পেশে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করে কেন্দ্র। তা নিয়েও প্রশ্ন তোলেন অমিতবাবু।

Latest article