বাংলার বকেয়া নিয়ে কেন্দ্রের রাজনীতি, পাল্টা অভিষেক

Must read

প্রতিবেদন : দিল্লি থেকে কলকাতা। বাংলার মানুষের বকেয়া আদায়ে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। তার পরেও নোংরা রাজনীতি করেই চলেছে বিজেপি সরকার। আবারও স্বচ্ছতার ধুয়ো তুলে বাংলার ন্যায্য পাওনা না দেওয়ার কথা কায়দা করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। তার পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। শুক্রবার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বাংলার মানুষ বহিরাগতদের কাছে মাথানত করেনি, ভবিষ্যতেও করবে না।
বাংলায় বারে বারে হেরে মানুষকে ভাতে মারার কৌশল নেওয়া হয়েছে বঙ্গবিজেপির নেতাদের কথায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে গোটা বাংলা জুড়ে বকেয়া আদায়ের আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে কেঁপে গিয়েছে দিল্লিও। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পাওনা নিয়ে। তাঁদের দেখলেই কার্যত গাড়ি থেকে নামিয়ে মানুষ জানতে চাইছেন, আমরা ভোট দিয়েছিলাম আপনাদের আমাদেরই পেটে লাথি মারার জন্য? কোনও উত্তর দিতে পারছে না বিজেপির নেতা-মন্ত্রীরা। অভিষেক জানিয়ে দিয়েছেন, উৎসব মিটলে আন্দোলন আরও তীব্র হবে। এমনকি অভিষেকের নেতৃত্বে রাজভবনে তৃণমূল কংগ্রেস রাজ্যপালের সঙ্গে কথা বলার পর সিভি আনন্দ বোসও কেন্দ্রীয় সরকারকে বাংলার বকেয়া যে ন্যায্য সে কথা জানিয়েছেন। এরপরেও কৃষিমন্ত্রীকে দিয়ে বিবৃতি দিয়ে নির্লজ্জভাবে বিজেপি বাংলার মানুষের হকের টাকা আটকে রাখার কথা বলছে। এই ঔদ্ধত্য ও রাজনৈতিক প্রতিহিংসার জবাব সঠিক সময়ে বাংলার মানুষ দেবেন।

আরও পড়ুন- তৃণমূল কাউন্সিলরের মানবিক উদ্যোগে বাঁচল তিনটি প্রাণ

Latest article