পটাশপুরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড

পরিবহণ দফতরের অর্থানুকূল্যে ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী অখিল গিরি।

Must read

সংবাদদাতা, পটাশপুর : বহুদিনের দাবি মেনেই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের উদ্বোধন হল। পরিবহণ দফতরের অর্থানুকূল্যে ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। বলেন, ‘‘পটাশপুর গ্রাম পঞ্চায়েতের বিশেষ উদ্যোগে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হল।

আরও পড়ুন-তারাপীঠে প্রতিমার পায়ে শুধুমাত্র ভেষজ আবিরই

পটাশপুর বিধানসভার প্রাণকেন্দ্র এই জায়গা। পটাশপুরের এই জায়গা থেকে সহজে পশ্চিম মেদিনীপুরে যাওয়া যায়। বন্যা কাটিয়ে আবার পটাশপুর ঘুরে দাঁড়াচ্ছে। সরকার পাশে দাঁড়িয়ে এই বাসস্ট্যান্ড তৈরি করেছে। এখানে অনেক কর্মসংস্থান হবে।’’ রাজ্য সরকার পটাশপুরে বন্যা নিয়ন্ত্রণের জন্য কেলেঘাই নদীকে সংস্কার করছে। এর জন্য অতিরিক্ত টাকা বরাদ্দ হয়েছে। তার উপর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড হওয়ায় রীতিমতো খুশি এলাকার বাসিন্দারা। পটাশপুরের বিধায়ক উত্তম বারিক বলেন, ‘‘প্রায় এক কোটি টাকা ব্যয়ে পটাশপুরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হল।’’ অনুষ্ঠানে ছিলেন এগরার বিধায়ক তরুণকুমার মাইতি, জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস ও পটাশপুরের ওসি দীপককুমার চক্রবর্তী।

Latest article