তারাপীঠে প্রতিমার পায়ে শুধুমাত্র ভেষজ আবিরই

করোনা সংক্রমণ না থাকলেও সাবধানতা হিসাবে দোলে তারাপীঠে আসা পুণ্যার্থীদের জন্য মন্দির কমিটি কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে।

Must read

দেবর্ষি মজুমদার, তারাপীঠ : করোনা সংক্রমণ না থাকলেও সাবধানতা হিসাবে দোলে তারাপীঠে আসা পুণ্যার্থীদের জন্য মন্দির কমিটি কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। জানিয়েছে, প্রতিমার পায়ে যে কোনও ধরনের আবির দেওয়া যাবে না। একমাত্র দেওয়া যাবে ভেষজ আবির। প্রতিমার কপালেও দেওয়া যাবে না টিপ। গত বছরে শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসবের আয়োজন করলেও, করোনার কথা মাথায় রেখেই তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান টিআরডিএ সহসভাপতি সুকুমার মুখোপাধ্যায়।

আরও পড়ুন-আদিম উপজাতি টোটোদের শঙ্কা, তাঁদের জমি বেদখল হচ্ছে সীমানা চিহ্নিত করার উদ্যোগ

এ বছর ১৮ মার্চ দোল। পরের দিন শনি ও রবিবার হওয়ায় একটি ছুটির আমেজ আছেই। তাই তারাপীঠে পর্যটকদের ভিড় একটু বেশিই হবে। সেই মতো হোটেল বুকিং শুরু হয়েছে বলে জানান তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি। বলেন, এবার শান্তিনিকেতনের ভিড়টা তারাপীঠে আসতে পারে। ভক্তেরা পুজো দেবেন, ছুটিও কাটাবেন। ৮০ শতাংশের বেশি বুকিং হয়ে গিয়েছে। খুব ভাল ব্যবসা হবে। শান্তিনিকেতনে বড় আকারের বসন্ত উৎসব হচ্ছে বিশ্বভারতীর নিজস্ব ঘরানায়। যেখানে আমজনতার প্রবেশ নিষিদ্ধ। তারাপীঠ সেবায়েত কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ, প্রশাসন ও মন্দির কমিটি পারস্পরিক সহযোগিতায় কোভিড রীতি মেনেই মন্দির খোলা থাকবে। তারাপীঠ ছাড়াও টিআরডি-র অন্তর্গত বীরচন্দ্রপুর একচক্রাধাম নিতাইবাড়িতেও ভক্ত সমাগম হবে।

Latest article