আদিম উপজাতি টোটোদের শঙ্কা, তাঁদের জমি বেদখল হচ্ছে সীমানা চিহ্নিত করার উদ্যোগ

বংশানুক্রমে ওঁরা এখানে বসবাস করেন। বেশ কিছুদিন আগে ওঁরা রাজ্য সরকারের কাছে পূর্বপুরুষের ভিটেমাটির সীমানা চিহ্নিতকরণের আবেদন করেছিলেন।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : পৃথিবীর আদিম জনজাতি টোটোদের বাসভূমি রয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের টোটোপাড়ায়। বংশানুক্রমে ওঁরা এখানে বসবাস করেন। বেশ কিছুদিন আগে ওঁরা রাজ্য সরকারের কাছে পূর্বপুরুষের ভিটেমাটির সীমানা চিহ্নিতকরণের আবেদন করেছিলেন। কারণ টোটো জনজাতির মানুষের মনে এখন একটি ধারণা জন্মেছে, তাঁদের পূর্বপুরুষের ভূমিতে ভাগ বসাচ্ছে অ-টোটো মানুষ।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর আশ্বাস

প্রাচীন টোটোপাড়া আর আগের মতো নেই। সেখানে ধীরে ধীরে বাড়ছে বসতি। এতেই আদি বাসিন্দাদের মনে প্রশ্নের জন্ম দিয়েছে, পূর্বপুরুষের ভিটেমাটি কি তবে বেদখল হচ্ছে? তাই তাঁরা রাজ্য সরকারের ভূমি রাজস্ব দফতরের কাছে তাঁদের অধিকারে ঠিক কতটা জমি রয়েছে বা তাদের পূর্বপুরুষদের জমিতে এই জনজাতির বাইরের কেউ এসে ডেরা বেঁধেছে কি না তা পরিষ্কার করে নির্ধারণ করার আবেদন জানিয়েছিলেন। তাঁদের আবেদনের পরেই উদ্যোগী হয় জেলা প্রশাসন।

আরও পড়ুন-দেওয়াল লিখে প্রচার বাবুলের

ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসক নৃপেন্দ্র সিংহের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল সোমবার টোটোপাড়ায় গিয়ে টোটোকল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে তাদের জমি ডিমার্কেশনের বিষয়ে আলোচনা করে। জানা গিয়েছে, খুব শিগগিরই টোটোদের জমির সমস্যা মেটাতে টোটোপাড়ায় শিবির করে কাজ করবে জেলা প্রশাসন। জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা জানান, জমি নিয়ে টোটোরা ভূমি রাজস্ব দফতরে একটি আবেদন করেছিলেন, তার ভিত্তিতে আমরা সোমবার জেলা প্রশাসনের একটি দল পাঠিয়েছিলাম, তারা সমস্ত দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।

Latest article