কেন্দ্র মিথ্যা বলছে

Must read

প্রতিবেদন : পেট্রোল-ডিজেলের ভয়াবহ মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল অবস্থা দেশবাসীর। যদিও আগামী বছরের শুরুতেই পাঁচ রাজ্যে নির্বাচনের কথা মাথায় রেখে পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা এক্সাইজ শুল্ক কমিয়েছে নরেন্দ্র মোদি সরকার।

আরও পড়ুন-পারমাণবিক ঘড়ি দিয়ে মাপা হচ্ছে স্থানভেদে সময়ের বদলকে

দাম কমানোর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ঢাকঢোল পিটিয়ে প্রচারে নেমেছে বিজেপি। ঠিক সেই সময় কেন্দ্রকে মিথ্যাবাদী বলে কড়া সুরে আক্রমণ শানালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সোমবার রাও তথ্য দিয়ে জানান, ২০১৪ সালে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ১০৫ মার্কিন ডলার।

আরও পড়ুন-দুর্গাপুরের সেই সভায় সুব্রতদার বিস্ফোরক বক্তৃতা

বর্তমানে সেই দাম কমে হয়েছে ৮৩ মার্কিন ডলার। তার পরেও পেট্রোল-ডিজেলের মূল দাম লাগাতার বাড়িয়ে চলেছে মোদি সরকার। আন্তর্জাতিক বাজারে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে বলে মোদি সরকার যে দাবি করছে তা ঠিক নয়। মোদি সরকার মিথ্যা বলে কার্যত মানুষকে বিভ্রান্ত করছে।

Latest article