প্রতিবেদন : রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে নিজেদের প্যাঁচে পড়ে নাভিশ্বাস উঠেছে কেন্দ্রের৷ রাজনৈতিক বাধ্যবাধকতায় কেন্দ্রীয় মন্ত্রীরা যখন রাজ্যের সমালোচনা করছেন তখন কেন্দ্রের শিক্ষা প্রতিনিধি দল প্রশংসায় ভরিয়ে দিচ্ছে রাজ্যের শিক্ষা দফতরকে৷ ভিজিটার্স বুকে তাঁরা লিখছেন, ভেরি গুড, এক্সেলেন্ট৷ পরিষ্কার হয়ে যাচ্ছে, আসলে বাংলার বদনাম করাই কেন্দ্রীয় মন্ত্রীদের টার্গেট৷ বাস্তব আসলে অন্য কথাই বলছে৷ আর জবাবেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, বিজেপির সবটার মধ্যেই রয়েছে রাজনীতি, গেরুয়া পর্যবেক্ষণ৷ কেন্দ্রের পাঠানো প্রতিনিধিরাই বিজেপি মন্ত্রীদের মুখে ঝামা ঘষে দিয়েছেন৷
৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাজ্যে পরিদর্শনে এসেছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পরিদর্শনকারী দল। তারা পুরুলিয়া ও বাঁকুড়াতে গিয়েছিল পরিদর্শন করতে। বাঁকুড়া জেলার একাধিক ব্লকের বহু প্রাথমিক স্কুল, উচ্চপ্রাথমিক স্কুল পরিদর্শন করেন এই দলের সদস্যরা (Bengal Government Schools)। এরপরেই সেই স্কুলগুলোর ভিজিটর বুকে সন্তোষজনক প্রতিক্রিয়া দিয়েছেন তাঁরা। দেখা গিয়েছে, সেখানে মিড-ডে মিলের খাবার থেকে শুরু করে স্কুলের পরিকাঠামো, শিক্ষকদের ব্যবহার সব কিছু নিয়েই প্রশংসা করেছেন তাঁরা।
গত ৩ জানুয়ারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক রাজ্যকে চিঠি দিয়ে জানায়, মিড-ডে মিল থেকে শুরু করে সমগ্র শিক্ষা অভিযান-সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীদের (Bengal Government Schools) অধীনে বিভিন্ন শিক্ষাপ্রকল্প নিয়ে পরিদর্শন করতে চায় কেন্দ্র। বিশেষ করে বাঁকুড়া জেলার মোট ১২টি ব্লক যার মধ্যে ছাতনা, শালতোড়া, খাতরা, হিরাবাঁধ, রানিবাঁধ, রায়পুর, সারেঙ্গা, সিমলাপাল, তালডাংরার মতো ব্লকগুলি পরিদর্শন করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা ছিল। তার পরেই এই ঘটনা৷
বুধবার বেশ কিছু স্কুলের নাম উল্লেখ করে চূড়ান্ত বেহাল দশার অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। পাল্টা জবাব দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আমাদের মনে হয়েছে, মন্ত্রীদের পর্যবেক্ষণের অধিকাংশই গেরুয়া প্রভাবিত। ভিজিটার্স বুকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সুখ্যাতির পর শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার বলেন, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সন্তোষজনক রিপোর্ট যে কেন্দ্রের মুখে ঝামা ঘষে দিয়েছে, তা বলাই বাহুল্য৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা বিজেপি নেতাদের নেতিবাচক মন্তব্য কার্যত ধোপে টিকল না। বরং রাজ্যের উচ্চ শিক্ষা দফতর এতদিন যা বলছিল সেই বিষয়টিই প্রতিফলিত হল কেন্দ্রীয় প্রতিনিধি দলের মন্তব্যে।
আরও পড়ুন- স্বামীজি স্মরণে অভিষেক