শিবমের দাপটে অনায়াস জয়

আফগানিস্তান ১৫৮/৫ (২০ ওভার) ভারত ১৫৯/৪ (১৭.৩ ওভার)

Must read

মোহালি: পাঞ্জাবের ঠান্ডায় জবুথবু অবস্থা। ক্রিকেটার, কোচ, আম্পায়ারদের মধ্যে অনেককেই গ্লাভস পরে থাকতে দেখা যায়। মোহালির সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। কিন্তু ক্রিকেটের উষ্ণতা গায়ে মেখেই কুড়ি-বিশের ধুন্ধুমার লড়াই উপভোগ করল মোহালির গ্যালারি। ভারতও কুড়ির বিশ্বকাপের মহড়ায় আফগানিস্তানের (India- Afghanistan) বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম লড়াই জিতে ১-০ এগিয়ে গেল। অধিনায়ক রোহিত শর্মা ১৪ মাস পর ছোট ফরম্যাটে ফিরলেন। টস জিতলেন, রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু ব্যাট হাতে যে হতাশা অপেক্ষা করছিল, কে জানত! ওপেনিংয়ে সঙ্গী শুভমন গিলের ভুলে প্রথম ওভারের দ্বিতীয় বলেই রান আউট হয়ে ফেরেন রোহিত (০)। প্রবল হতাশায় মাঠেই গিলের উপর ক্ষোভ উগরে দেন ভারত অধিনায়ক। আউট হয়ে তাঁকে আগে কখনও এভাবে মেজাজ হারাতে দেখা যায়নি।

রোহিত প্রথম ওভারে ফিরে গেলেও সমস্যা হয়নি। বোলারদের সৌজন্যে মোহালির সহজ ব্যাটিং উইকেটে আফগানদের মাত্র ১৫৮ রানে বেঁধে রাখায় রান তাড়া করতে গিয়ে বেগ পেতে হয়নি ভারতকে। মোহালিতে চমক নিঃসন্দেহে শিবম দুবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের দলে ছিলেন। একটা ম্যাচেও সুযোগ পাননি। দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডেই জায়গা হয়নি। আফগানিস্তান সিরিজে প্রথম সুযোগ কাজে লাগিয়ে টি-২০ বিশ্বকাপ দলে থাকার দাবি জোরালো করলেন শিবম। তাঁর অপরাজিত ৬০ রানের ইনিংসে ভর করেই ৬ উইকেটে ম্যাচ জিতল ভারত। বল হাতে নিলেন উইকেটও। পেলেন ম্যাচের সেরার পুরস্কারও। টি-২০ বিশ্বকাপের আগে স্বপ্ন দেখাচ্ছেন নতুন ‘হার্দিক’।

আরও পড়ুন-স্বামীজি স্মরণে অভিষেক

যশস্বীর ডান পায়ের কুঁচকি ফুলে থাকায় প্রথম ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। তাই রোহিতের সঙ্গে ওপেন করেন শুভমন। কিন্তু ভাল শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ। ২৩ রান করে মুজিব উর রহমানের বলে আউট হওয়ার পর চার নম্বরে নেমে তিলক বর্মার সঙ্গে জুটি বাঁধেন শিবম। তৃতীয় উইকেটে দু’জনে ৪৪ রান যোগ করে জয়ের পথ মসৃণ করেন। তিলক (২৬) আউট হওয়ার পর চতুর্থ উইকেট জুটিতে জিতেশ শর্মাকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে রান তোলেন শিবম। তরুণ অলরাউন্ডারের ব্যাটিং মনে করায় যুবরাজ সিংকে। যুবির মেজাজেই এদিন ব্যাট হাতে দাপট দেখালেন শিবম। জিতেশও আগ্রাসী ব্যাটিং করেন। তাঁর ২০ বলে ৩১ রানের ক্যামিওতে পাঁচটি বাউন্ডারি। রিঙ্কু সিং এলেন যথারীতি ছ’নম্বরেই। শিবমের সঙ্গে ফিনিশার রিঙ্কু ১৫ বল আগেই ম্যাচ ফিনিশ করে ফিরলেন। অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে দু’জনে যোগ করেন ৪২ রান। শিবমের (৪০ বলে অপরাজিত ৬০) সঙ্গে রিঙ্কু (৯ বলে ১৬) অপরাজিত থেকে যান। মুজিব (২ উইকেট) ছাড়া আফগান বোলিং ব্যর্থ।
আঁটসাঁট বোলিংয়ে আফগানিস্তানকে (India- Afghanistan) নির্ধারিত ২০ ওভারে ১৫৮-৫ স্কোরে আটকে রাখে ভারত। আজমাতুল্লাহ ওমরজাই (২৯) ও মহম্মদ নবির (৪২) জুটি না দাঁড়ালে আফগানরা দেড়শো পেরোত না। মুকেশ কুমার (২ উইকেট), অক্ষর প্যাটেল (২ উইকেট) সবচেয়ে সফল বোলার। ১ উইকেট শিবমের।

Latest article